সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০২:২৫

এই মডেলের মেয়ের বয়স ২৮, রয়েছে দুই নাতনি

এই মডেলের মেয়ের বয়স ২৮, রয়েছে দুই নাতনি

বিনোদন ডেস্ক: ইনস্টাগ্রাম মডেল, ফ্যাশনিস্তা এই নারীর নাম জাকলিনা। ফ্যাশনের পাশাপাশি ট্রাভেলিং জাকলিনের আর এক নেশা। ব্যাগপ্যাক করে মাঝে মধ্যেই বেড়িয়ে পড়েন ওয়ার্ল্ড ট্যুরে। আকর্ষণীয় ফিগার আর দুরন্ত ফ্যাশন সেন্স—সব মিলিয়ে যেকোনো তরুণীকে অনায়াসে ১০ গোল দেবেন জাকলিনা।
জাকলিনা ইতালির বাসিন্দা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১,৯৯,০০০। ফলোয়ার্সদের মতে, জাকলিনাকে দেখে অন্তত ২০ বছর কম বয়সের মনে হয়।

ইনস্টাগ্রামে নিজের প্রতিটি ছবিতেই #grandmotherthatlovesfashion ব্যবহার করেন জাকলিনা।   রয়েছে দুই নাতনিও। মেয়ে এবং নাতনিদের সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দেন জাকলিনা। ইন্টারনেট দুনিয়ায় মডেল হিসাবে যথেষ্টই জনপ্রিয় জাকলিনা। ২৮ বছরের মেয়ে রয়েছে জাকলিনার। বয়স ৪৭। কিন্তু বলে না দিলে বোঝার উপায় নেই।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে