বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:৪৬:৫১

শাহরুখ সবসময় সালমানকে বিপদে ফেলেন

শাহরুখ সবসময় সালমানকে বিপদে ফেলেন

বিনোদন ডেস্ক : ভারতে চলছে অসহিষ্ণুতা। আর এ নিয়ে সম্প্রকি মন্তব্য করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তিনি ২ নভেম্বর তার জন্মদিন উপলক্ষে বলেছেন, ‘ধর্মনিরপেক্ষ না হওয়াই সব থেকে বড় অপরাধ’। এদিকে তার ওই মন্তব্যের পর, রাত পেরতে না পেরতেই বিশ্ব হিন্দু পরিষদের আক্রমণের লক্ষ্যে পরেন শাহরুখ খান। 'শাহরুখ পাকিস্তানের দালাল', এমন মন্তব্য করেন সংগঠনটির সাধ্বী প্রাচীর। সেই সাথে বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রী শাহরুখ খানকে ভারত ছাড়ারও পরামর্শ দেন। এদিকে এমন বিতর্ক যখন দেশ তোলপাড় করছে, তখন কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড জামাত উদ দাওয়া জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সাঈদ। এ বার সেই ‘অসহিষ্ণুতা’ প্রশ্নে শাহরুখ খান টানাপোড়েনের মুখে ফেললেন সালমান খানকে। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলতে বাধ্য হলেন সালমান, ‘শাহরুখ সব সময়েই তাকে বিপদে ফেলেন’। সালমান সম্প্রতি সোনম কাপুরের সঙ্গে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারে। ছবির নতুন গান মুক্তির অনুষ্ঠানে দিল্লী গিয়েছিলেন দুই তারকা। সেখানেই সাংবাদিকদের নাছোড়বান্দা প্রশ্নের মুখে পড়লেন সালমান খান। এই ‘অসহিষ্ণুতা’ সংক্রান্ত ব্যাপারে তার মতামত জানতে চাইলেন সবাই। প্রশ্নটা শুনে প্রথমে একটু চুপ করে ছিলেন সালমান। এর আগে ইয়াকুব মেমনের ফাঁসি-সংক্রান্ত টুইট নিয়ে যথেষ্ট সমালোচনার শিকার হয়েছেন তিনি! সেই জন্যই সম্ভবত এ বারের স্পর্শকাতর বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছিলেন না। তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন সোনম কাপুর। বলেন, তারা এখানে এসেছেন ছবির প্রচারে, অতএব সেটা নিয়েই কথা হোক। সোনমের উত্তরে সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়লে মুখ খোলেন সালমান। বলেন, ‘আমার মায়ের নাম সুশীলা চরক আর বাবা সেলিম খান। আমি সালমান খান, আর দেখুন, আমার পাশে বসে আছেন সোনম কাপুর। আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি। কই, কোনও অসুবিধে তো হচ্ছে না’। তার ঠিক পরেই অবশ্য এই টানাপড়েনের জন্য শাহরুখের দিকে আঙুল তোলেন সালমান। বলেন, ‘সত্যি, শাহরুখ সব সময়ে আমায় বিপদে ফেলে’। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে