মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫৫:৩২

পারিশ্রমিক হিসেবে ’কোটি’ টাকা চান ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিল!

পারিশ্রমিক হিসেবে ’কোটি’ টাকা চান ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিল!

বিনোদন ডেস্ক : ঢাকাই ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নেয়ার আগে বিচার করতে হয় ছবিটার বাজেট কতো! বেশীর ভাগ সময় দেশের ছবির বাজেট থাকে এক থেকে দেড় কোটি টাকার মতো। ফলে কোটি টাকার বাজেটের ছবিতে পাহারসম পারিশ্রমিক কোনো অভিনেতাকে দিতে চান না প্রযোজক। কারণ একজন আর্টিস্টকেই যদি ত্রিশ, চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক দেয়া হয় তাহলে সেই ছবিটিতে দৈন্যতার ছাপ সুস্পষ্ট হয়। অথচ প্রতি ছবিতেই দেশের তারকা অভিনেতা শাকিব খানের পারিশ্রমিকই নাকি চল্লিশ লাখ!

তবে শাকিবের বাজেট শুনে কেউ ভড়কে যাবেন না, কারণ ঢাকাই সিনেমায় তারচেয়েও বেশী পারিশ্রমিক হাঁকানো অভিনেতা রয়েছেন! প্রতি ছবিতে তিনি পারিশ্রমিক কতো হাঁকান জানেন কেউ?

ঢাকাই ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ব্যবধান আকাশ-পাতাল। মূলত পারিশ্রমিকের বিষয়টি নির্ধারণ হয় ‘ডিমান্ড’-এর উপর। ইন্ডাস্ট্রিতে যার যতো চাহিদা তাকে পারিশ্রমিকও বেশী দেয়া হয়। পারিশ্রমিকের ক্ষেত্রে নতুন পুরনো কোনো বিষয় নয়। সেই জায়গায় গেল বছর থেকে কলকাতার ছবি ‘শিকারি’তে অভিনয় করার পর ত্রিশ লাখ টাকা থেকে এখন চল্লিশ লাখে পৌঁছেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। শুধু তাই না গেল ঈদে মুক্তি পাওয়া ‘নবাব’ ছবিতেও নাকি শাকিব চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। অথচ ঢাকাই ছবির সবচেয়ে চাহিদা সম্পন্ন এই অভিনেতার চেয়েও বেশী পারিশ্রমিক হাঁকানো অভিনেতাও নাকি ইন্ডাস্ট্রিতে রয়েছে। জানেন সে কে?

অসম্ভবকে যিনি সম্ভব করেন, তিনি হলেন অনন্ত জলিল! প্রতি ছবি করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে এক কোটি টাকা দর হাঁকিয়ে খবর হয়েছিলেন বছর কয়েক আগেই! খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটা অনন্ত প্রতি ছবির জন্য নিজের পারিশ্রমিক এক কোটি টাকা হাঁকিয়েছেন। এখন পর্যন্ত ছয়টি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। যদিও সবগুলো ছবিরই প্রযোজক অনন্ত নিজেই।

সেসময় অনন্ত জানিয়েছিলেন, নিজের ছবিতে অভিনয় করলেও অন্য পরিচালকরাও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। আর তিনিও প্রতি ছবিতে অভিনয়ের জন্য নিজের দাম হাঁকিয়েছিলেন এক কোটি টাকা! কিন্তু এতো টাকা দিয়ে কেউ তাকে নিতে রাজি হয়নি। তবে ৫০ থেকে ৬০ লাখ টাকা দিয়ে কেউ কেউ তার প্রতি নাকি আগ্রহী হয়েছিলেন!
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে