বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৬:৩২:৫৯

ভারতে ২৪ নির্মাতা এবার ফেরত দিবে রাষ্ট্রীয় সম্মাননা

ভারতে ২৪ নির্মাতা এবার ফেরত দিবে রাষ্ট্রীয় সম্মাননা

বিনোদন ডেস্ক : এবার ভারতের ২৪ জন চলচ্চিত্র নির্মাতা তাদের তাদের রাষ্ট্রীয় পুরস্কার ফেরৎ দিতে চলেছেন। ভারতে চলমান অসহিঞ্চুতা, সহিংসতা প্রতিবাদে লেখক-সংগীত শিল্পি-চলচ্চিত্র ব্যক্তিত্বদের পুরস্কার প্রত্যাবর্তন আন্দোলনের অংশ হিসেবে এই পুরস্কার ফেরৎ দিবেন তারা। ‘জানে বি দো ইয়ারো’ চলচ্চিত্রের পরিচালক কুন্দন শাহ পুনে ফিল্ম ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্যান্য নির্মাতাদের সাথে তার রাষ্ট্রীয় পুরস্কারও ফেরত দিবেন। কুন্দন শাহ এ খবর নিশ্চিত করে বলেন, অন্যান্য চলচ্চিত্র নির্মাতাদের সাথে আমিও আমার পুরস্কার ফেরত দিচ্ছি। এই পর্যন্ত ১০ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইতোমধ্যে তাদের চলচ্চিত্র পুরস্কার ফেরত দিয়েছেন। চলমান সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতায় বাধা ও পুনে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করতে তারা এই পুরস্কার ফেরত দিয়েছেন। যারা ইতোমধ্যে চলচ্চিত্র পুরস্কার ফেরত দিয়েছেন তারা হলেন, আনন্দ পত্রদান, দিবঙ্কর ব্যানার্জী, পরেশ কামদার, নিসথা জেইন, কির্তি না খওয়া, হর্ষবর্ধন কুলকার্নি, হারি নাইর, রাকেশ শর্মা, ইন্দ্রনীল লাহিড়ী এবং লিপিকা সিং দারাই। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে