মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:২৬:০০

যে নারী সন্তান জন্ম দিতে পারে, সেই নারী...তারপর যা বললেন টিসকা চোপড়া

যে নারী সন্তান জন্ম দিতে পারে, সেই নারী...তারপর যা বললেন টিসকা চোপড়া

বিনোদন ডেস্ক: অবস্থা বদলেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন ছেলেরাই শেষ কথা নয়। মেয়েরা বিভিন্ন কাজে এগিয়ে আসছেন। ছবি পরিচালনা করছেন আবার অভিনয়ও। এই তো কয়েকদিন আগের কথা। ঠগস অফ হিন্দুস্তান ছবিতে মেয়েদের কাজের প্রশংসা করেছিলেন অমিতাভ বচ্চন। তবে মহিলাদের আরও সক্রিয় হওয়া দরকার বলে মনে করেন অভিনেত্রী-প্রযোজর টিসকা চোপড়া।

প্রযোজনা, স্ক্রিপ্টিং ও পরিচালনা মেয়েরা একা হাতে করুক এই প্রত্যাশা করেন তিনি। তার কথায়, আগের থেকে অবস্থা বদলেছে। তবে আরও পরিবর্তন দরকার। দ্রুত গতিতে বদলাতে হবে। মহিলাদের প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য লেখার কাজে এগিয়ে আসতে হবে। একজন মহিলা সন্তানের জন্ম দিতে পারেন। তাহলে তিনি ছবি বানাতে পারবেন না কেন?

এখন শর্ট ফিল্ম তৈরি নিয়ে ব্যস্ত টিসকা। ‘চুটনে’ নামে একটি ছবি বানিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ছবি নিয়ে এখন ব্যস্ত। জানিয়েছেন, ‘চুটনে’ শর্ট ফিল্ম বানিয়েছেন। দ্বিতীয় ছবি হয়ে গেছে। তৃতীয়টির জন্য কাজ চলছে। নাম দিল্লি ওয়ালে ভাটিয়া। ছবিটি নিয়ে তিনি উৎসাহিত।  

১৯৯৩ সালে বলিউডে ডেবিউ করেন টিসকা। তারে জমিন প্যার, ফিরাক বা কিস্সা:দ্য টেল অফ এ লোনলি ঘোস্টের মতো ছবিতে অভিনয় করেছেন। তার একটি ছবির টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে।

হিন্দি ছবির চিত্রনাট্য নিয়ে ভালো কাজ করার পক্ষপাতি টিসকা। তিনি মনে করেন, চিত্রনাট্যে বৈচিত্র দরকার। একই ধরনের চিত্রনাট্য না করে নতুন ভাবনা আনা দরকার। চিত্রনাট্য ও বিষয় নিয়ে আরও বেশি সময় আর অর্থ বিনিয়োগ করলে হিন্দি ছবি নতুন দিশা খুঁজে পেতে পারে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে