বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১০:০৬:৪৩

পুরস্কার ফিরিয়ে দেয়া প্রসঙ্গে মুখ খুললেন হেমা মালিনি

পুরস্কার ফিরিয়ে দেয়া প্রসঙ্গে মুখ খুললেন হেমা মালিনি

বিনােদন ডেস্ক : ‘জাতীয় পুরস্কার’ ফিরিয়ে দেওয়া, দেশ জুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে এই পদ্ধতিকেই হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন বেশ কিছু শিল্পী, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরা। তবে অনেকেই আছেন যারা এই রাস্তাকে সঠিক মনে করছেন না। সুতরাং গোটা ইন্ডাস্ট্রি যখন এই ইস্যুতে দু’ভাগে বিভক্ত। তখন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা বর্ষিয়ান অভিনেত্রী হেমা মালিনি। তার কথায়, ‘পুরস্কার ফিরিয়ে দেওয়ার তালিকায় এমন অনেকেরই নাম আছে, যারা একসময় পুরস্কার পাওয়ার জন্য আমার কাছে সাহায্য চেয়েছিলেন। এখন তারাই পুরস্কার ফিরিয়ে দিয়ে সরকারের অপমান করছে’। হেমা বলেন, ‘জাতীয় পুরস্কার সকলের জীবনেই একটি মূল্যবান সম্পদ। এই সম্পদ তারা তাদের যােগ্যতা দিয়ে অর্জন করেছে। কিন্তু কেন তারা আজ এই পুরস্কার ফিরিয়ে দিবে? এই পুরস্কার ফিরিয়ে দেয়ার পেছনে অবশ্যই রাজনৈতিক মদত রয়েছে’। এফটিটিআইয়ের ছাত্রদের সমর্থনে এবং অধ্যাপক কলিবুর্গিকে হত্যার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক প্রতিভাবানরা ফিরিয়ে দিচ্ছেন সরকারের নেওয়া সম্মান। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন হেমা মালিনি। সরাসরি তিনি জানিয়ে দিলেন ‘পুরস্কার ফিরিয়ে দেওয়া প্রতিবাদের সঠিক পদ্ধতি নয়। আমার মনে হয়, পুরো ব্যাপারটা ঘটনার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কারণ জাতীয় পুরস্কার পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। এটা একটা জাতীয় সম্মান’। ইতিমধ্যে দিবাকর বন্দ্যেপাধ্যায় সহ ১৩ জন শিল্পী তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তবে এই প্রতিবাদের বিপক্ষে সাওয়াল করেছেন অনুপম খের, মধুর ভান্ডারকর। বিদ্যা সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি তার পুরস্কার ফিরিয়েদেবেন না৷ দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন পুরস্কার তিনি ফিরিয়ে দিতেই পারেন, তেব এ সব পুরস্কারের কোনও মূল্যই নেই তার কাছে৷ শাহরুখ খানও জানিয়েছিলেন, দরকার হলে তিনি তার পদ্মশ্রী পিরিয়ে দিতে পারেন৷ কমাল হাসানও বলেন, রতিবাদ আরও মেধাবী হওয়া উচিত৷ পুরস্কার ফিরিয়ে দিয়ে যে আসল সমস্যার কোনও সমাধান হচ্ছে না।-কলকাতা ২৪। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে