বিনোদন ডেস্ক : বলিউড তৈরি হয়েছে নিজেদের বিগ বাজেট ছবি নিয়ে৷ উত্সবের মৌসুমে বলিউডের নতুন জুটি। ভরসা কিন্তু সেই দুজনই। বিশেষজ্ঞরা শাহরুখ-কাজলকে নিয়েই ভরসা দিচ্ছেন।
ঠিক কোন ফর্মুলা তারা এ বছর মাথায় রেখেছেন ছবি হিট করানোর জন্য, ঠিক কোন কোন জুটির ওপর বলিউড এ মুহূর্তে সবচেয়ে বেশি ভরসা রাখতে পারে- এ বিষয় নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞরাও৷
নানা মুনির নানা মত হলেও সবাই একটা বিষয়ে কিন্তু একমত৷ এরই মধ্যে হিট জুটি কিংবা দুই সুপারস্টারকে নিয়ে বানানো নতুন জুটির ছবিই এ উত্সবের ব্যবসা দেবে সবচেয়ে বেশি৷ গল্প বা অন্য উপাদান দর্শককে প্রেক্ষাগৃহমুখী করতেই পারে৷ কিন্তু জুটির আকর্ষণই এরকম মৌসুমের ছবি হিট করানোর সবচেয়ে বড় অনুঘটক৷
এ তালিকায় প্রথমেই রয়েছে ইমরান খান আর কঙ্গনা রানাওয়াতের নাম৷ তাদের ‘কাট্টি বাট্টি’ মুক্তির পথে৷ তালিকায় রয়েছে রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের ‘তামাশা’। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের 'বাজিরাও মাস্তানি'৷ কিন্তু এ তালিকার সবচেয়ে আলোচিত নাম 'দিলওয়ালে'৷
দীর্ঘদিন পর আবার পর্দায় একসঙ্গে শাহরুখ খান এবং কাজল৷ তবে ঠিক কোন ধরনের জুটি সবচেয়ে বেশি দর্শককে টেনে আনতে পারে, সে বিষয়ে বিশেষজ্ঞদের নানা মত রয়েছে৷ বলিউড বাণিজ্য বিশেষজ্ঞ অতুল মোহনের মতে, সুপারস্টারদের নিয়ে তৈরি নতুন জুটি হলে দর্শক টানে বেশি৷ এখনকার দর্শক সবকিছু নতুন চান৷ নতুন গল্প, নতুন চিত্রনাট্য, এমনকী নতুন জুটিও৷ নতুন জুটি নিয়ে তাদের আকর্ষণ ব্যবসা বাড়াতে সাহায্য করে৷
অন্যদিকে বাণিজ্য বিশেষজ্ঞ কোমল নাহাতা কিন্তু একটু অন্য রকমভাবে বিষয়টা দেখেন৷ দর্শক কমপ্লিট একটা প্যাকেজ চান৷ তাই শুধুমাত্র জুটি দিয়ে ছবি টানা যায় না৷ কিন্তু যদি উত্সবের মৌসুমের প্রশ্ন হয় তাহলে আমার মতে, পরীক্ষিত হিট জুটির ওপর ভরসা করাই ভালো৷
কারণ এ মৌসুমে হলে দর্শক আসেন বেশি৷ আর সেখানে হিট জুটির একটা টান থেকেই যায়৷ পরিচালক সাব্বির খানের মতে, দু'ধরনের জুটিরই ভালো এবং মন্দ দিক- দুটোই আছে৷ নতুন জুটি দেখতে কে না পছন্দ করে!
কিন্তু এটাও তো ঠিক যে, শাহরুখ আর কাজলকে একসঙ্গে দেখতেও কে না চাইবে! 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবির পরিচালক শশাঙ্ক খৈতানের মতে, যদি এরই মধ্যে হিট হয়ে যাওয়া একটা জুটি নেয়া হয় এবং শেষ পর্যন্ত ওই জুটি ওই চিত্রনাট্যের জন্য খাপ না খায় তাহলে কিন্তু ঘোর বিপদ৷ কারণ সেক্ষেত্রে জোর করে ছবি হিট করানোর ফর্মুলা ব্যাকফায়ার করবে৷ বরং পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোই ভালো৷
তবে যে যাই বলুন না কেন, সবাই একটা বিষয়ে একমত৷ যদি সমস্ত তত্ত্ব, সমস্ত পরিকল্পনার কথাও মাথায় রাখা হয়, তাহলে কিন্তু শাহরুখ-কাজলের আকর্ষণ এড়ানো যাবে না৷ শাহরুখ-কাজল ছাড়া আর কে-ই বা হতে পারেন সবচেয়ে বিশ্বাসযোগ্য!
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম