আজ নতুন করে জন্মালেন প্রিয়ন্তি পরী
বিনোদন ডেস্ক : প্রিয়াংকা পরী- কিন্তু নাম বদলে তিনি এখন রূপালী মুখ প্রিয়ন্তি পরী। তবে নিজের নাম তিনি নিজেই রাখেননি, এ নাম দিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এ নির্মাতার সিনেমা 'চুপি চুপি প্রেম' দিয়েই তার অভিষেক রূপালী জগতে। প্রিয়ন্তির বেড়ে ওঠা ঢাকায়। হুট করে ভিট চ্যানেল আই তারকা প্রতিযোগীতার বিজ্ঞপ্তি নজরে পড়লো প্রিয়ন্তির মায়ের। মেয়ের ছবি তুলে পাঠিয়ে দিলেন শর্ত পূরণ করে। কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে সেরা দশে ঢুকে তবেই ফিরলেন। এতো গেল পুরনো গল্প।
নতুন খবর, তার চুপি চুপি অভিষেক হলো তার। না কোন পার্টি, না কোন আয়োজন। নতুন নায়িকার যাত্রা শুরু হয়েছে কিছুটা সাবলীল পদ্ধতিতে। কিন্তু কেন? 'না আমি এত চুপি চুপি কিছু দেখছি না। ছবির নামের সাথে তো এখন প্রচারণার জায়গাটাও জুড়ে দেওয়া হচ্ছে। তাহলেতো হবে না। প্রচারের জায়গা থেকে ভাল ভাবেই হচ্ছে। এদিক থেকে বেশ ভালভাবেই নজর দিয়েছে। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় আমাদের ছবির পোস্টারিং হয়েছে। এছাড়া মিডিয়া কভারেজের যে একটা বিষয়, সেটাও বেশ ভালই পাচ্ছি। যেভাবে ছবিটি নিয়ে প্রচারণা চালানো উচিত সেভাবেই হচ্ছে।'
ছবির কাজ শেষে এখন প্রেক্ষাগৃহের পর্দায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন, নিশ্চয়ই তার দারুণ অনুভূতি। আর বেশ রোমাঞ্চিতও তিনি। 'আমার শুরুটা হচ্ছে ফিল্ম দিয়ে। আজ আমার প্রথম ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দর্শক আমাকে কিভাবে গ্রহন করবে সেটাতো আমি এখনও বলতে পারিনা। তবে সত্যিই আমি আশাবাদী'।
শুরুর দিনটা দর্শকের সঙ্গেই কাটাবেন নায়িকা। পরিকল্পনা নিয়ে বললেন, 'আজ দর্শকদের সঙ্গে ঢাকা ও এর আশেপাশের প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে ছবি দেখব। ছবি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানবো। চলচ্চিত্রের পথে আমার সবেমাত্র যাত্রা শুরু। দীর্ঘ সময় টিকে থাকার জন্যই এসেছি। একটা-দুটো সিনেমা করে চলে যাওয়ার জন্য আসিনি। সবকিছুর আগে দর্শকদের কথা মাথায় থাকবে। আর একটা ছবিতে অভিনয় করেইতো সবকিছু বোঝা যায় না।'
প্রথম ছবির অভিজ্ঞতা- বিশ্বখ্যাত নায়িকাদের কাছেও অমূল্য। প্রিয়ন্তি পরীও বললেন তার অভিজ্ঞতা, 'যেহেতু আমার প্রথম ছবি সেহেতু শুটিংয়ের সময় অনেক ভুলত্রুটি হয়েছে। তবে ছবির পরিচালক আমাকে অনেক সাহায্য করেছেন। আমি অনেক এক্সটাইটেড রাতটা কখন পার হবে। সুন্দর সকালে একটা আশার সূর্যোদয় হবে। সিনেমটা দেখব।'
অনেক নায়িকা আসছেন, অনেকেই হারিয়ে যাচ্ছেন। যারা টিকে থাকছেন তারাও কাজের মান, অভিনয়, দর্শকপ্রিয়তা ও সম্ভাবনা নিয়ে সংগ্রাম করছেন। সেখানে নতুন নায়িকা হিসেবে নতুন চ্যালেঞ্জ প্রিয়ন্তি পরীর সামনে। তবে সেখানেও আশাবাদী তিনি, 'বর্তমানে চলচ্চিত্রে এখন নতুন অনেকেই অভিনয় করছেন। তারমধ্যে আমিও একজন। সবাই যখন কাজ করে তখন একটা চ্যালেঞ্জ নিয়েই কাজ করেন। কারণ টিকে থাকতে হবে। আমি কাউকে প্রতিদ্বন্ধী বা প্রতিযোগী ভেবে অভিনয় করিনি। প্রতিযোগীতা আমি নিজের সঙ্গে করছি। কারণ আমাদের দেশে এখন অনেক চ্যালেঞ্জিং কাজ হচ্ছে।'
প্রিয়ন্তি পরী নাকি বাবুনির 'চুপি চুপি প্রেম'? হেসে বললেন, 'আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তখন মনে হয়েছে, না আমার চরিত্রটি যে করেই হোক চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তুলতে হবে। ছবিতে আমি বাবুনি চরিত্রে অভিনয় করেছি। একজন দুষ্ট প্রেমিকার চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে আমিও কখন বাবুনি হয়ে উঠেছি, টের পাইনি। দর্শক আমাকে কিংবা বাবুনিকে ভালোভাবে গ্রহণ করলেই আমার মনোযোগ, প্ররিশ্রম আর একাগ্রতা স্বার্থক।'
আর ব্যক্তিগত জীবন? 'আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে এনআইডিতে ডিপ্লোমা করছি। পড়াশোনা এখনও শেষ হয়নি, তাই চলচ্চিত্রের পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগ দিতে হচ্ছে। তবে আমাকে লেখাপড়া থামিয়ে কিছু করতে হয়নি, কারণ চেষ্টাটা প্রথম থেকেই ছিল।' -প্রিয়.কম
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�