সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২৪:২০

রাখিকে যে প্রস্তাব দিয়েছিলেন রাম রহিম

রাখিকে যে প্রস্তাব দিয়েছিলেন রাম রহিম

বিনোদন ডেস্ক: বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বরাবর। এবারে বাবা রাম রহিমকে নিয়ে বিভিন্ন তথ্য সামনে এনে ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। রাম রহিমের সঙ্গে তাঁর চেনাশোনা ছিল, এ কথা আগেই জানিয়েছিলেন। এবার বললেন, তাঁর সঙ্গে রাম রহিমের সম্পর্ককে ভালোভাবে দেখতেন না হানিপ্রীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এরকম একাধিক তথ্য সামনে এনেছেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে রাখি জানান, গত সাড়ে তিন বছর ধরে রাম রহিমের সঙ্গে তাঁর চেনাশোনা। একাধিকবার দেখা হয়েছে তাঁদের। একবার তো রাম রহিমের গুফায়ও গিয়েছিলেন। বাবা তাঁকে জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে গিয়ে বুঝতে পারেন, হানিপ্রীত তাঁকে মোটেও পছন্দ করছেন না। অভিনেত্রীর কথায়, গুরমিতের সঙ্গে আমার ঘনিষ্ঠতা দেখে ভয় পেয়েছিলেন হানিপ্রীত। আমি হয়তো রাম রহিমকে বিয়ে করব, ভেবে বসেছিলেন। '

রাজনীতিতে নামার বিষয়েও আগ্রহী রাখি, জানিয়েছেন সাক্ষাৎকারে। বলেছেন, তাঁকে রাজ্যসভার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবা। মুম্বাইয়ে তাঁদের সাক্ষাৎ হয়েছিল। এই প্রস্তাব পেয়ে বেশ বিগলিত ছিলেন রাখি। রাম রহিমকে নিয়ে তৈরি আব হোগা ইনসাফের সাফল্যের বিষয়ে আশাবাদী রাখি। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি ছবির মাধ্যমে রাম রহিমের সম্পর্কে নতুন তথ্য সামনে আনবেন। সেসব তথ্য মিডিয়া বা পুলিশ জানে না। সম্পর্ক থাকা সত্ত্বেও বাবা কেন হানিপ্রীতের বিয়ে ঠিক করেছিলেন, সে তথ্যও প্রকাশ্যে আনা হবে। ছবির মাধ্যমে রাম রহিমকে নিয়ে অজানা তথ্য সামনে আনবেন, জানিয়েছেন রাখি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে