শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১২:১০:২৩

মোদিকে টপকে দুই নম্বরে শাহরুখ, একে অমিতাভ

মোদিকে টপকে দুই নম্বরে শাহরুখ, একে অমিতাভ

বিনোদন ডেস্ক : বিতর্কের মাঝেও শাহরুখ খান সুপারহিট তার ভক্তমহলে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার বিচারে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও এগিয়ে রয়েছেন। কিং খানের ভক্তের সংখ্যা ট্যুইটারে ১৬ মিলিয়ন ছাড়াল। শুধু তাই নয় মাইক্রোব্লগিং সাইটে তিনি হচ্ছেন অমিতাভ বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় যার এত বেশি সংখ্যায় ভক্ত রয়েছে। সম্প্রতি ট্যুইটারে শাহরুখের ফলোয়ার সংখ্যা ছাড়াল ১৬ মিলিয়ন। সেই সঙ্গে শাহরুখ টপকে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার গণ্ডি৷ এই মুহূর্তে মোদি টুইটারে অনুগামীর সংখ্যা ১৫ কোটি ৮ মিলিয়ন। বর্তমানে ট্যুইটারে ফ্যান ফলোয়িং-এ ভারতের এক নম্বরে রয়েছেন অমিতাভ বচ্চন, তার অনুগামীর সংখ্যা ১৭.৬ মিলিয়ন। তারপর দ্বিতীয় স্থানে কিং খান। ২০১০-এর ৩ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় অভিষেক হয় শাহরুখের। তার পর থেকে ফ্যানদের সঙ্গে শাহরুখের যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ট্যুইটার। প্রায় প্রতিদিনের খুঁটিনাটি কিছু না কিছু আপডেট করতে থাকেন। ট্যুইটার পেজে প্রতিদিনই তার ভক্তরা বিভিন্ন ধরণের ছবি, প্রমোশনাল ভিডিও দেখতে পান। কখনও নিজের সন্তানদের সঙ্গে সময় কাটানোর কিছু মজার মুহূর্তের ছবি, কখনও আবার শারুখের শ্যুটিং স্পটের ছবি। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে