সেন্সরয়ে লালকার্ড পেল সালমনের ‘প্রেম’
বিনোদন ডেস্ক : প্রায় ষোল বছর পর ১২ নভেম্বর পাকিস্তানে এন্ট্রি নিচ্ছেন প্রেম। কিন্তু নিজের স্বদেশেই আটকে গেল সালমনের ‘প্রেমলীলা’। সেন্সর লালকার্ড দেখাল সূর্য বার্জাতার “প্রেম রতন ধন পায়ো” ছবিকে। আটকে গেল দক্ষিণী ভার্সেনে ছবির মুক্তি।
‘প্রেমলীলা’ ছবিতে নেই গা রগরগে কোন উত্তেজিত দৃশ্য, নেই অশ্লীল ভাষাও। তাহলে? আসলে সমস্যা হল ছবির নামে। পরিচালক নাকি ছবির নাম রাখতে গিয়ে নিয়ম ভেঙেছেন! তাও আবার ছবির দক্ষিণী ভার্সনে! সূর্য বার্জাতা ঠিক করেছিলেন, তামিল এবং তেলুগুতে ছবির নাম দেবেন ‘প্রেমলীলা’। কেন না, ‘প্রেম রতন ধন পায়ো’ নামটা একেবারেই উত্তর ভারতের আঞ্চলিক হিন্দি অনুসারে রাখা। দক্ষিণীরা হয়তো এই নামের মানে বুঝে উঠতে নাও পারেন। কিন্তু, বাধা হয়ে দাঁড়াল সেন্সর বোর্ডের আইন। সেই আইন অনুসারে, অন্য ভাষার ভার্সনে ছবির নাম বদলে দেওয়া যায় না।
সেন্সর বোর্ডের এক কর্মকর্তা জানান, আমরা ছবিটার দক্ষিণী ভার্সন মুক্তিকে ছাড়পত্র দিতে পারছি না। যে নাম দক্ষিণী ভার্সনের জন্য পরিচালক ঠিক করেছেন তার সঙ্গে মূল নামের কোনো মিল নেই।
৭/এমটিনিউজ২৪/এসপি/এমইউ