মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ০৪:৩১:৪৫

আড়াই হাজার ঘণ্টা পেরিয়ে ফের শাকিব-বুবলীর রসায়ন

আড়াই হাজার ঘণ্টা পেরিয়ে ফের শাকিব-বুবলীর রসায়ন

শামছুল হক রাসেল: শাকিব খান ও বুবলী। হালের অন্যতম আলোচিত জুটি। যত দ্রুত পর্দায় এসেছেন ঠিক তত দ্রুতই এ জুটি আলোচনা ও সমালোচনার চাদর গায়ে জড়িয়েছেন। নানা তর্ক-বিতর্ক এড়িয়ে দর্শকরাও শাকিব-বুবলীর রসায়নকে সানন্দে গ্রহণ করেছেন। ইতোমধ্যে তাদের বসগিরি, শ্যুটার, অহংকার ও রংবাজ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

এবার শুরু হতে যাচ্ছে পঞ্চম ছবির কাজ। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিতে দেখা যাবে এ জুটিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ই অক্টোবর ফের ক্যামেরাবন্দী হতে যাচ্ছে তাদের রসায়ন।

এর আগে গত ২০ জুন কলকাতায় রংবাজ ছবির শ্যুটিংয়ের মাধ্যমে শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ায় এ জুটি। অর্থাৎ ১০৮ দিন বা প্রায় আড়াই হাজার ঘন্টা পর শাকিব-বুবলীর রসায়ন ফের ক্যামেরাবন্দী হতে যাচ্ছে।

বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান। তিনি বলেন, ৬ই অক্টোবর থেকে বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে ছবিটির। চলবে টানা পাঁচ দিন। এরপর শাকিব খান যাবেন কলকাতা। সেখান থেকে তিনি ফিরবেন ২০ অক্টোবরের পর। সবকিছু ঠিক থাকলে সেসময় পুনরায় এ ছবিটির টানা শ্যুটিং করব।

সেলিম খান আরও বলেন, পরিকল্পনা আছে কক্সবাজার চিটাগাং এবং নোয়াখালীর কয়েকটি লোকেশনে শ্যুটিং করার। বর্তমানে ব্যস্ত রয়েছি আমাদের আরেকটি ছবি 'আমি নেতা হব' নিয়ে। দুই একদিনের মধ্যে এর শ্যুটিং শেষ করব। শুধুমাত্র দুইটি গান বাকি রয়েছে এ ছবির যেগুলো দেশের বাইরে শ্যুট করার পরিকল্পনা রয়েছে।-বিডি বাংলাদেশ
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে