বিনোদন ডেস্ক : বাজিগরই ছিল শাহরুখ খানের জীবনের অন্যতম বাঁক। যে সিনেমা দিয়েই শাহরুখের জীবনে সফল সিনেমার দৌঁড় শুরু হয়। তবে শুধু শাহরুখ নন, বাজিগর টার্নিং পয়েন্ট ছিল কাজল এবং শিল্পা শেঠির জীবনেও।
কিন্তু, জানেন কি ওই সিনেমার শুটিংয়ের জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল শিল্পাকে? বলিউড বাবলের খবর অনুযায়ী, বাজিগরের শুটিংয়ের সময় শিল্পা নাকি প্রায় এক ঘণ্টা দড়ির সঙ্গে ঝুলে ছিলেন। ওই শুটিংয়ের পর নাকি অসুস্থও হয়ে পড়েছিলেন শিল্পা।
কিন্তু, তা সত্ত্বেও সিনেমার পরিচালক অর্থাত আব্বাস-মস্তানের সামনে বিষয়টি নিয়ে কোনও রকম অভিযোগ করেননি শিল্পা শেঠি। কঠোর পরিশ্রম করেই শিল্পা বাজিগরে শুটিং করেছিলেন বলেও জানা যায়। -জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে