বিনোদন ডেস্ক : চারিদিকে ঝলমলে লাইট, রাতে একলা ফ্ল্যাটে একান্তে প্রিয়াঙ্কা। দুজন ছেলে তাঁদের হাজারো প্ল্যান। দুজন একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকেন। রোজ স্বপ্ন দেখে সুন্দরী মেয়েদের নিয়ে। হটাত বাড়িতে আসে একজন সুন্দরী রমণী।
এবার তাঁদের স্বপ্নে আসতে থাকে সেই সুন্দরী রমণী। তবে কোন মতেই কাছে পায়না তাঁকে। ঠিক এরকমই রোমান্টিক গল্প উঠে এসেছে 'গোস্তানা' ছবিতে। 'আড্ডা টাইমস' নিবেদিত 'গোস্তানা' একটি ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজের গল্প এই ভাবেই দুই অল্প বয়সী ছেলেকে নিয়ে বানানো হয়েছে।
হিন্দিতে 'দোস্তানা' ছবির সঙ্গে অনেকটা মিল রয়েছে এই গল্পের। সম্প্রতি মুক্তি পাবে ছবি গান। গানটির নাম 'রক্সি'। ছবিতে সুন্দরী রমণীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা কে। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে