মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ১১:১৬:০৮

এবার এক সঙ্গে বলিউডের ৭ নায়িকা!

এবার এক সঙ্গে বলিউডের ৭ নায়িকা!

বিনোদন ডেস্ক: শাহরুখ খান জনপ্রিয় নির্মাতা আনন্দ এল রাইয়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং করছেন। এতে তার নায়িকা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। খবর বেরিয়েছে, নাম ঠিক না হওয়া এ ছবিতে আরও পাঁচ নায়িকাকে নিয়েছেন শাহরুখ।

তারা হলেন কাজল, রাণী মুখার্জি, আলিয়া ভাট, কারিশমা কাপুর ও শ্রীদেবী। এদের সবার সঙ্গে আলাদা আলাদাভাবে নায়ক হিসেবে কাজ করেছেন শাহরুখ। এবার কাজ করছেন এক ছবিতেই। বামন চরিত্রে অভিনয় করা শাহরুখের সঙ্গে আনুশকা-ক্যাটরিনা মুখ্য ভূমিকাতেই থাকছেন। বাকি পাঁচ জনকে তাদের দেখা যাবে অতিথি চরিত্রে।

পিঙ্কভিলা জানিয়েছে, নিজেদের অংশের শ্যুটিং শেষ করেছেন কাজল, রাণী মুখার্জি, আলিয়া ভাট, কারিশমা কাপুর ও শ্রীদেবী। তবে এ জন্য কোনো পারশ্রমিক তারা নেননি। এজন্য তাদের সম্মানে নিজ বাড়ি মান্নতে পার্টি দিয়েছিলেন শাহরুখ। তাদের সবাইকে দামি উপহারও দিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে