বিনোদন ডেস্ক : নুসরাত কেন দুর্গাপুজোর মুখ হলেন? কেনই বা দুর্গাপুজোয় সামিল হচ্ছেন জয়া এহেসান ? বাংলা ছবির এই দুই জনপ্রিয় নায়িকাদের নিয়ে দুর্গাপুজোর সময় উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ।
এই দুই অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছিল ট্রোল । আর দুর্গাপুজোতে অংশ নেওয়া বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন খোদ নুসরাত জাহান । ট্যুইটারে জবাব দিলেন নিজের ঢঙে! ট্যুইটারে নুসরাত লিখলেন, 'আমরা সবাই মানুষ, জাতি ধর্ম আমাদের আলাদা করছে, সম্পত্তি , রাজনীতি আমাদের আলাদা করছে।
মানুষ শিক্ষিত হয়েছে তবে এখন সঠিক মানুষ হয়ে ওঠেনি । যদি তুমি বল আমি ধর্ম মানি না, আমি বিশ্বাস করি আমি মানুষ প্রথমে । তাই প্রথমে মানুষ হওয়া যাক, ভালোবাসা ছড়ানো যাক।' -নিউজ১৮
এমটিনিউজ২৪/এম.জে