মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ১১:৪৯:৪১

বাদ দেওয়া হয়েছে জান্নাতুল নাঈমকে, ডাকা হয়েছে ৯ প্রতিযোগীকে

 বাদ দেওয়া হয়েছে জান্নাতুল নাঈমকে, ডাকা হয়েছে ৯ প্রতিযোগীকে

বিনোদন ডেস্ক: শীর্ষ ১০-এ থাকা নতুন একজনের মাথায় উঠছে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর মুকুট।  আগামীকাল বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হতে যাওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে।

সকল বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ফল ঘোষণা করা হবে।  বিবাহিত প্রমাণিত হওয়ায় বাদ পড়ছেন এভ্রিল।  এ ছাড়া বিতর্কের পথেও হাঁটতে চাচ্ছে না আয়োজকরা।

আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।  ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জান্নাতুল নাঈম এভ্রিল 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'  আর থাকছেন না।  'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' হবেন নতুন ফলাফলের ওপর ভিত্তি করে।

অমিকন ইঞ্জিনিয়ারিং মেহেদী হাসান ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী উপস্থিত থেকে 'স্বচ্ছ' ফল ঘোষণা করবেন।  আর এজন্যই সাংবাদিকদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে।

সূত্রটি জানায়, যেহেতু জান্নাতুল নাঈম এভ্রিল 'বিবাহিত' এটা প্রমাণ হয়ে গেছে।
তাই আগামীকাল বুধবারের অনুষ্ঠানে তিনি থাকছেন না।  আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি অনুষ্ঠানেই বলা হবে।  আর বিচারকদের রায়ে উপস্থিত ৯ জনের মধ্য থেকে শীর্ষ সুন্দরী বাছাই করা হবে।  একই দিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এদিকে বিতর্কিত বিষয়গুলোর বিষয়ে কথা বলতে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।  তবে কর্তৃপক্ষ বলছেন সেটা অনানুষ্ঠানিক বিষয় ছিল।  আর যেহেতু বুধবার একটি বড় পরিসরেই নতুন ফল ঘোষণা হতে যাচ্ছে সেহেতু নতুন সময় ও ভেন্যু নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট উঠে জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়।  এরপর থেকে শুরু হয় বিতর্ক।  কেননা তার আগে আরেকজনের নাম ঘোষণা করা হয়।  যেটাকে আয়োজকরা 'ভুল' হিসেবে আখ্যায়িত করেন।  এরপর সম্প্রতি এভ্রিলের বিয়ের খবর সামনে আসে।  আজ ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার করেন এভ্রিল।  অবশ্য সে ভিডিও রাখেননি তিনি, বক্তব্য শেষ করেই তিনি ভিডিওটি ডিলিট করে ফেলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে