স্পোর্টস ডেস্ক: ছেলে নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের বার্সেলোনায় চুক্তি নিয়ে বিতর্কে উঠেছে তাঁর নাম। এবার ব্রাজিলীয় তারকার বাবা নেইমার স্যান্টোস সিনিয়রের সঙ্গে এক প্লেবয় মডেলের গোপন ডেটিং নিয়ে উত্তাল ব্রাজিলের সংবাদমাধ্যম।
সম্প্রতি ব্রাজিলের একটি সংবাদপত্র দাবি করেছে, ৫২ বছরের সিনিয়র নেইমার সুন্দরী মডেল ফ্রান্সেলি ফ্রেদুজেস্কির সঙ্গে গোপনে ডেটিং করছেন। সেই খবর প্রকাশিত হতেই সাড়া পড়ে গিয়েছে ফুটবলমহলে। ওই পত্রিকায় আরও জানানো হয়েছে, গত আট মাস ধরে ফ্রান্সেলির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে নেইমারের বাবাকে। শুধু তাই নয়। সিনিয়র নেমার এই মুহূর্তে সেই মহিলার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। মজার ব্যাপার হল, বাবার এই গোপন অভিসার সম্পর্কে সমস্ত কিছুই জানেন ছেলে জুনিয়র নেমার। তাঁর সঙ্গে প্যারিসে বেশ কয়েকবার সাক্ষাতও হয়েছে ব্রাজিলীয় তারকার।
৩৮ বছরের সাবেক প্লেবয় মডেল ফ্রান্সেলি ব্রাজিলেরই বাসিন্দা। একটা সময় ব্রাজিলের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পরে ২০০২ সালে প্লেবয় মডেল হিসাবে সাড়া ফেলে দেন সাও পাওলোয়। গত বছর ব্রাজিলে নেইমারের ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রথমবার নেমারের বাবার সঙ্গে দেখতে পাওয়া যায় ফ্রান্সেলিকে। ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি, ক্রমশ সেই সম্পর্ক হয়েছে গভীর। সম্প্রতি ব্রাজিলের একটি প্লেবয় পত্রিকায় সিনিয়র নেমারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন ফ্রান্সেলি। তিনি বলেছেন, ‘‘সিনিয়র নেইমারের সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব রয়েছে। ওর সঙ্গে বেশ কিছু সফরে আমি সঙ্গী ছিলাম। সিনিয়র নেইমারের হাসিখুশি মেজাজ এবং উষ্ণতা আমার খুবই পছন্দের। এই সম্পর্ক নিয়ে আমার গোপন করার মতো কিছু নেই।
ব্রাজিলের আদালতে আয়কর ফাঁকি দেওয়া নিয়ে বেশ কিছু মামলার শুনানি এখনও চলছে। যেখানে মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে সিনিয়র নেইমারের নাম। সেই সংকট কাটতে না কাটতেই ফের নতু বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। নামপ্রকাশে অনিচ্ছুক নেইমার পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘সিনিয়র নেইমারের সঙ্গে ফ্রান্সেলির একটা গভীর যোগাযোগ রয়েছে। কিন্তু সেটা নিয়ে মিডিয়ার প্রচারের প্রয়োজন ছিল না। এমন হতেই পারে।’’ তিনি আরও জানিয়েছেন, নেইমারের মা নাদিনও সেই বিষয়টি জানেন এবং অত্যন্ত সহজভাবেই সেই সম্পর্ককে মেনে নিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস