বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০৬:০১:৩৮

হৃত্বিককে কুপ্রস্তাব দিয়ে বারবার চিঠি পাঠাতেন কঙ্গনা! এবার বিস্ফোরক তথ্যের ইঙ্গিত

হৃত্বিককে কুপ্রস্তাব দিয়ে বারবার চিঠি পাঠাতেন কঙ্গনা! এবার বিস্ফোরক তথ্যের ইঙ্গিত

বিনোদন ডেস্ক: হৃত্বিক রোশনকে ‘বুড়ো কাকা’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াতের দিদি রাঙ্গলি। তারপর থেকেই সংবাদমাধ্যমে জোর জল্পনা শুরু হয়েছে। আর তারপরই কঙ্গনাকে একহাত নিলেন হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। বরাবরের মতো এবার বিস্ফোরক তথ্যের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি বলেন, কঙ্গনার অভিযোগ সম্পর্কে যা বলার, তা আইনের সাহায্য নিয়েই বলা হবে। সমস্ত তথ্য প্রমাণ জড়ো করে, তবেই এ বিষয়ে সব জানানো হবে। শুধু তাই নয়, কঙ্গনা যে বারবার চিঠিগুলি হৃত্বিককে পাঠিয়েছে, তাও প্রকাশ্যে আনা হবে।

হৃত্বিককে পাঠানো ওই চিঠিগুলিতে কুপ্রস্তাবের ইঙ্গিত স্পষ্ট ছিল বলেও দাবি করেছেন রাকেশ রোশন। তবে কঙ্গনা বা তাঁর দিদি রাঙ্গলি যা-ই বলুন না কেন, সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করেই এ বিষয়ে জবাব দেওয়া হবে বলেও রাকেশ রোশন জানিয়েছেন।

এদিকে কঙ্গনার দিদি রাঙ্গলি সোশ্যাল সাইটে হৃত্বিকের বিরুদ্ধে তোপ দাগেন। কঙ্গনার মত সুন্দরি কেন ‘বয়স্ক’ হৃত্বিককে পছন্দ করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রাঙ্গলি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে