বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০৬:১৯:৫৬

তাহলে কী এবার সত্যি অনুষ্কারে বিয়ে করবেন প্রভাস?

তাহলে কী এবার সত্যি অনুষ্কারে বিয়ে করবেন প্রভাস?

বিনোদন ডেস্ক: চলতি বছরেই নাকি বিয়ে করছেন তাঁরা। ডিসেম্বরে নাকি চারহাত এক হচ্ছে প্রভাস-অনুষ্কার। বাহুবলী টু-এর পর থেকেই এমন জল্পনাই হাওয়ায় উড়ছে। তাতাহলে কী এবার সত্যি অনুষ্কারে বিয়ে করবেন প্রভাস?

বলিউড লাইফের খবর অনুযায়ী, অনুষ্কার সঙ্গে তাঁর বিয়ের খবরে এবার মুখ খুলেছেন প্রভাস। তিনি বলেন, কোনও নায়িকার সঙ্গে একটির বেশি সিনেমা করলে বিভিন্ন ধরণের গুঞ্জন শুরু হয়। এই ক্ষেত্রেও সেই একই বিষয় ঘটেছে।

তবে, তাঁদের দু’জনের বিয়ের কোনও পরকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন প্রভাস। তবে ওই ধরণের গুজবে তাঁর কিছু এসে যায় না বলেও স্পষ্ট জানিয়েছেন দক্ষিণের ওই নায়ক। বর্তমানে সাহো-র শুটিংয়ে ব্যস্ত প্রভাস। ওই সিনেমায় প্রভাসের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে