বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০৭:১৪:২১

বাদ পড়লেন জান্নাতুল নাঈম, বিশ্বসুন্দরীর মঞ্চে যাচ্ছেন জেসিয়া ইসলাম

বাদ পড়লেন জান্নাতুল নাঈম, বিশ্বসুন্দরীর মঞ্চে যাচ্ছেন জেসিয়া ইসলাম

বিনোদন ডেস্ক : শীর্ষ ১০-এ থাকা নতুন একজনের মাথায় উঠছে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর মুকুট। আর তিনি জেসিয়া ইসলাম। বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়তে যাচ্ছেন বাংলাদেশের তরুণী জেসিয়া ইসলাম। জান্নাতুল নাঈমের খেতাব বাতিল করে তাকে নির্বাচন করা হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সকল বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ফল ঘোষণা করা হয়। বিবাহিত প্রমাণিত হওয়ায় বাদ পড়ছেন জান্নাতুল নাঈম। এ ছাড়া বিতর্কের পথেও হাঁটতে চাননি আয়োজকরা। সেকারণেই নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানে ছিলেন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে আরও ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও প্রকৌশলী সোনিয়া কবির বশির। তবে বুধবারের সংবাদ সম্মেলনে তাদের দেখা যায়নি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে