বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০১৭, ০৯:২৩:২১

জেসিয়াকে শুভকামনা জানালো এভ্রিল

জেসিয়াকে শুভকামনা জানালো এভ্রিল

বিনোদন ডেস্ক : নাটকীয়ভাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পাওয়ার পর জেসিয়া ইসলামকে শুভকামনা জানিয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া।
 
এর আগে গতকাল বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জেসিয়াকে মুকুট পরিয়ে দেন প্রতিযোগিতার বিচারক বিবি রাসেলসহ অন্যান্যরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া বলেছেন, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বিচারক, গণমাধ্যমককর্মীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর জান্নাতুল নাঈম এভ্রিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। জেসিয়া ছিলেন প্রথম রানারআপ। কিন্তু বিয়ের খবর গোপন রেখে রেজিস্ট্রেশন করার অভিযোগে এভ্রিলের খেতাব বাতিল করে কর্তৃপক্ষ। এর পরেই জেসিয়ার মাথায় ওঠে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নতুন মুকুট।

এভ্রিলের মুকুট হারানো প্রসঙ্গে জেসিয়া বলেন, এটা সত্যিই দুঃখজনক। আমার কিছু বলার নেই।
আশা করছি, তার নেক্সট জার্নিটা অনেক ভালো হবে। আন্যদিকে এভ্রিলও ফেইসবুক লাইভে এসে জেসিয়াকে শুভকামনা জানিয়েছেন। এভ্রিল বলেছেন, আশা করছি জেসিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। জেসিয়ার জন্য শুভকামনা রইলো।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে