বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০১৭, ০২:২০:১৯

সালমান খানের শৈশবের ছবি নিয়ে ইন্টারনেটে তোলপাড় !

সালমান খানের শৈশবের ছবি নিয়ে ইন্টারনেটে তোলপাড় !

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার একটি ছবি শেয়ার করলেন সালমান খান। তাও আবার আরবাজ, সোহেল এবং আলভিরার সঙ্গে। ছবি প্রকাশ হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা সহ ৪ জনের যে ছবি প্রকাশ করেছেন সালমান সেই ছবির নীচে ক্যাপশন দিয়েছেন, ‘জাস্ট এ ফিউ ইয়ার্স এগো’।

কখনও ইউলিয়া ভানতুর আবার কখনও রণবীরের সঙ্গে ব্রেক আপের পর ক্যাটরিনার সঙ্গে নতুন করে বন্ধুত্ব, সবকিছু নিয়ে সব সময়ই বিতর্কের কেন্দ্রে সালমান খান।

সম্প্রতি শোনা যাচ্ছে, সালমান নাকি বাবা হতে চাইছেন। তুষার কাপুর এবং করণ জোহরের পর এবার সারোগেসির সাহায্য নিয়ে সালমানও নাকি বাবা হতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে কোনওরকম মন্তব্য করেননি বলিউডের ভাইজান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে