বিনোদন ডেস্ক: বুধবার রাত থেকেই গুজব ছড়ায়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র শিরোপা হারিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল এভ্রিল। এমন খবরে এভ্রিল নিজেও বিস্মিত।
এভ্রিল সুস্থ ও স্বাভাবিক আছেন- বিষ্যটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকেও সরব রয়েছেন এভ্রিল। কিন্তু তারপরেও মানুষ গুজব বিয়ে বেশ হইচই করছেন।
কিছু ওয়েব পোর্টালে গত রাতে এভ্রিলের বিষয়টি আসে। এরপর সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা না বুঝে শুনেই শেয়ার কপরে চলেছেন। ফলে গুজব ক্রমেই ডালপালা মেলে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্তও এই গুজব ছড়াতে দেখা যায়।
এ বিষয়ে এভ্রিল বলেন, কিছু মানুষ হয়তো চাইছেন না আমি বেঁচে থাকি, না হলে একজন সুস্থ মানুষের মৃত্যুর ভুয়া কঝবর কীভাবে বানানো হয়? তেমন কিছু হয়নি যে আমি আত্মহত্যা করবো। ব্যর্থতা তেমন কিছু না, এটা আমি অভ্যস্ত।
শীর্ষ নম্বর পেয়েও 'তথ্য গোপন' করায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যেতে পারছেন না জান্নাতুইল নাঈম এভ্রিল। ফলে নতুন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়া ইসলাম। আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস