বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০১৭, ০৪:৩০:৪৯

সানি লিওনকেও ছাড়েননি রামরহিম, ছিল ঘনিষ্ঠ সম্পর্ক!

সানি লিওনকেও ছাড়েননি রামরহিম, ছিল ঘনিষ্ঠ সম্পর্ক!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনের নামও এবার জড়িয়ে গেল হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের সঙ্গে। বলা ভালো জড়ানো হল। আর তা করলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ন্ত।

রাখী সম্প্রতি রাম রহিমের উপরে একটি সিনেমায় অভিনয় করছেন। সেখানে তিনি রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতের ভূমিকায় অভিনয় করছেন। এই সিনেমার একটি নাচের দৃশ্য সম্প্রতি ভাইরালও হয়েছে। এই সিনেমার শ্যুটিং চলছে জোরকদমে। তা নিয়ে আগ্রহও রয়েছে। রাখীও বারবার খবরে আসছেন।

এই পরিপ্রেক্ষিতেই তার সঙ্গে রাম রহিমের সম্পর্ক ও সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বাবা রাম রহিমের নজর ছিল আমার দিকে। তবে হানিপ্রীত বাবাকে সাবধান করে দিয়েছিল। বলেছিল, অন্য মেয়েদের সঙ্গে যা করার কোরো। রাখীর সঙ্গে করলে ঝামেলা খাড়া হয়ে যাবে।

রাম রহিমের সঙ্গে তার যোগাযোগের কথা কখনও অস্বীকার করেননি রাখী। বলেছেন, রাম রহিমের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল। অনেকবার দেখা হয়েছে। একবার হৃত্বিক রোশনকেও তিনি রাম রহিমের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন রাখী।

পাশাপাশি সানি লিওনের নাম টেনে রাখী বলেছেন, সানিও বাবার সঙ্গে গিয়ে আলাপ করেছেন। ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সামনে গিয়ে পারফরম্যান্স করেছেন। এই সিনেমাতেও সানি থাকবেন। তবে আসল নয় নকল। সানির চরিত্রে কাউকে দিয়ে আইটেম ডান্স করানো হবে বলে জানিয়েছেন রাখী। -ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে