শাহরুখের পাশে দাঁড়ালেন বলিউডের ড্রীমগার্ল
বিনোদন ডেস্ক : ভারতের চলমান পরিস্থিতী নিয়ে মন্তব্য করায় বেশ ঝামেলায় আছে বলিউড কিং শাহরুখ খান। তার এমন অবস্থাতে তার পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের ড্রীমগার্লখ্যাত হেমা মালিনী।
ক্ষমতাসিন দলের সাংসদ হেমা মালিনী এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনও কারণ ছাড়াই আক্রমণ করা হয়েছে বলিউড বাদশাহকে’।
একটি অনুষ্ঠানে শাহরুখের সমর্থনে তিনি বলেন, ‘শাহরুখ কখনােই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেননি। অথচ অযথাই তাঁকে নিশানা করা হয়েছে। তিনি আরও বলেন, শাহরুখ বলিউডের উজ্জ্বলতম তারকাদের মধ্যে একজন। বিশ্বের লাখ লাখ মানুষ তাঁকে ভালোবাসে। বিদেশের মাটিতে দেশকে গৌরবান্বিত করেছেন তিনি। আমরা তাঁকে নিয়ে গর্বিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা ঠিক নয়।
প্রসঙ্গত, ৫০তম জন্মদিনে শাহরুখ বলেন, দেশজুড়ে উগ্র অসহিষ্ণুতা চলছে। এই মন্তব্যের জেরে বিজেপির রোষের মুখে পড়তে হয় কিং খানকে। প্রকাশ্যেই তাঁর উদ্দেশে তোপ দাগেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ওয়ারগিয়া এবং সাংসদ যোগি আদিত্যনাথ।
কিন্তু শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে নিজের দলের বেশ কয়েকজন নেতার থেকে ভিন্ন সুর শোনা গেল মথুরার বিজেপি সাংসদের গলায়।
৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�