শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ০৫:৫৩:০১

চমকে দেবে আরেক তাসকিন

চমকে দেবে আরেক তাসকিন

মাহতাব হোসেন: এদেশে হুমায়ূন ফরিদীর পর শক্তিশালী খলনায়ক হিসেবে তেমন কাউকেই পাওয়া যায়নি, হুমায়ূন ফরিদী শুধু বাংলাদেশের নন উপমহাদেশে তাঁর মতো এতো শক্তিশালী অভিনেতা আর জন্ম নেন নাই। বলিউডের সকল খল অভিনেতার চেয়েও হুমায়ূন ফরিদী অনেক বেশি শক্তিশালী ও মেধাবী অভিনেতা ছিলেন- মন্তব্যটা করেছিলেন প্রয়াত চিত্রনির্মাতা পিএ কাজল।

পিএ কাজল আফসোস করেছিলেন। তাঁর একটি ছবিতে হুমায়ূন ফরিদীর চরিত্রকে, অভিনয়টাকে খুব মিস করেছিলেন। বলেছিলেন, ফরিদী ভাইয়ের মতো চোখের খেলা কেউ দেখাতে পারেন না। তিনি তার ওই সিনেমাকে শতাব্দী ওয়াদুদকে নিয়েছিলেন। চেষ্টা করেছিলেন সর্বোচ্চটা দিয়ে শতাব্দী ওয়াদুদকে দিয়ে সেই অভাব পূরণের।

যাই হোক, আমরা তাসকিনকে কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। সমস্যা নেই, তাসকিন এসব আলোচনার সাথেই সংশ্লিষ্ট। তার আগেই বলে নেই লেখাটা আলোচিত সিনেমা 'ঢাকা অ্যাটাক' এর একটি চরিত্র প্রসঙ্গে। তার আগে পূর্বের কথা শেষ করি, শতাব্দী ওয়াদুদ 'ঢাকা অ্যাটাক' ছবিতে একটিও দুর্দান্ত চরিত্র করেছেন।
ওয়াদুদ মনে হয় এমন একজন যে চরিত্র করতে করতে তার ভেতরে সেঁধিয়ে যান। একজন শীর্ষ দায়িত্ববান পুলিশ কর্মাকর্তার চরিত্রটি তিনি ফুটিয়ে তুলেছেন। কোথাও বিন্দুমাত্র মেদ মনে ছিল না।

তাসকিনের প্রসঙ্গে আসি, 'ঢাকা অ্যাটাক' ছবিতে হাসনাত করিম জিসান নামের এক ব্যক্তি গোটা ঢাকাকে ধ্বংস করার সুনিপুণ পরিকল্পনার ছক আঁকেন। সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর লোটাস ইন্টারন্যাশনাল স্কুলে গাড়ি বোমা হামলা চালান, যেখানে তিন শিশুসহ ৭ জন মারা যায়। এরপরে দোয়েল চত্বর উড়িয়ে দেয়। যেখানে এক পুলিশ কর্মকর্তা মারা যান। এরপরে হাজার হাজার শিশুকে মারার স্কুলে হামলা চালানোর পরিকল্পনা করা হয়।

এই হাসনাত করিম যখন স্ক্রিনে প্রথম আসেন তখন, তখন দর্শক তাঁর চোখ দেখে বিস্মিত হন। এই চোখ, তাও আবার বাংলাদেশের ছবিতে? নীলচে সাদা চোখের রাঙানিতে যে খেলা দেখিয়েছেন হাসনাত করিম জিসান তা অনবদ্য। তাঁর প্রকাশভঙ্গি, অ্যাকশন সবই যেন আন্তর্জাতিক মানের। এই অভিনেতাকে উপস্থিত অধিকাংশ অতিথিরাই মনে করেছিলেন বাইরের দেশের। পরে জানা যায়, তিনি বাংলাদেশেরই, এর আগে আদি নামের একটি ছবিও করেছিলেন। এখন থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই পড়াশোনা করেন।

হাসনাত করিম জিসানের অভিনয়ে রীতিমতো মুগ্ধ। একজন জিঘাঙসা, বিদ্বেষে হৃদয় পরিপূর্ণ যুবকের চরিত্রে অভিনয় করেছেন। যার হৃদয় ঘৃণায় পরিপূর্ণ। এমন মানুষের আক্রোশে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক 'ঢাকা অ্যাটাক' ছবিতে এ হাসনাত করিম জিসান একাই যে অ্যাটাক করেছেন তা অনবদ্য, সরাসরি দর্শকদের হৃদয়ে অ্যাটাক করবে নির্ঘাত। বাংলাদেশের চলচ্চিত্র জগত জিসানের মাধ্যমেই যেন একজন 'বড়' খলনায়ক পেতে যাচ্ছে। হয়তো পিএ কাজল বেঁচে থাকলে মুগ্ধ হতেন।

খলনায়ক চরিত্র যে একটি সত্যিকার অভিনয়ের প্ল্যাটফরম হতে পারে তা দেখালেন হাসনাত করিম জিসান। যার আসল নাম তাসকিন রহমান। বাংলাদেশের পেসার তাসকিনের কথা তো আর বলতে হবে না! এই তাসকিনের কথাই বলতে চাচ্ছিলাম।-কালের কণ্ঠ
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে