শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ০৭:০১:২৭

ধিক্কার জানাই এই অমানবিকতার সাথে যারা ছিলেন-তাদের প্রতি: অভিনেত্রী শামীমা তুষ্টি

ধিক্কার জানাই এই অমানবিকতার সাথে যারা ছিলেন-তাদের প্রতি: অভিনেত্রী শামীমা তুষ্টি

বিনোদন ডেস্ক: গত চৌঠা অক্টোবর ২০১৭ তারিখে যানজট নিরসন ও অবৈধ যান চলাচল বন্ধ করার উদ্দেশ্যে বগুড়া শহরের সাত রাস্তার মাথায় অসংখ্য মানুষের সামনে প্রায় ১৭ টি রিকশা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। তিনি লিখেছেন- ‘এই রিকশা শ্রমিকের চোখের পানি যারা নজরে নিচ্ছেন না- আরামে আয়েশে আছেন, তারা মনে রাখবেন- কোনো অমানবিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ হয়নি।

এ দেশের মুক্তিযোদ্ধাদের অধিকাংশই ছিলেন এই রিকশা শ্রমিকের মতোনই প্রান্তিক মানুষ। বগুড়ার প্রতিটি রিকশা শ্রমিকের জন্য ক্ষতিপূরণ দাবি করছি। ধিক্কার জানাই এই অমানবিকতার সাথে যারা ছিলেন-তাদের প্রতি। মনে রাখবেন- এই লুঙ্গী পরে থাকা রবিউল ইসলামরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল বলেই দেশে আপনারা ক্ষমতাবান, ইচ্ছে মতোন বুলডোজার চালাতে পারেন’।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে