স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের কারনে সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।
এদিকে বাঁচা মরার এই ম্যাচে ইনজুরির কারণে নেই টাইগার ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে গত টেস্টে আশানুরূপ পারফর্ম করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েছেন শফিউল, তাসকিন ও মিরাজ। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার শুভাশিস রায়, স্পিনার তাইজুল ইসলাম ও আরেক পেসার রুবেল হোসেন।
এই টেস্টে বোলাররা প্রথমে সুবিধা করতে না পারলেও লাঞ্চের পর প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিনের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার শুভাশিস রায়। এরপর চা বিরতির পরই মারক্রামকে ক্লিন বোল্ড করে সাজঘরে পাঠান শফিউল ইসলামের জায়গায় দলে প্রবেশ করা পেসার রুবেল হোসেন। তবে এবার আবারো প্রোটিয়া শিবিরে আঘাত হানলেন শুভাশিস রায়। বাভুমাকে ৭ রানেই ফেরান তিনি। আর তাতে বলা চলে, বদলি খেলোয়াড়েরাই ভালো করছে ম্যাচে। নির্বাচকদের এমন সিদ্ধান্ত সত্যিই কাজে দিচ্ছে আজ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস