বিনোদন ডেস্ক: শাহরুখ খানকে এবার সালমান খান বলে ডাকা হলো। একটি সংবাদমাধ্যমের সাংবাদিক আচমকাই শাহরুখকে সালমান বলে ডেকে ওঠেন।
তারপর কি হল জানেন?
রিপোর্টে প্রকাশ টেড টক-এর ওই অনুষ্ঠানে শাহরুখ খানকে সালমান বলে সম্বোধনের পর বাদশা খান নিজে ওই সাংবাদিকের নাম জিজ্ঞাসা করেন। আর তারপরই ‘ঠিক আছে, এরকম হয়ই’ বলেও মন্তব্য করেন শাহরুখ। আর তারপরই হাসির রোল ওঠে ওই অনুষ্ঠানে। বেশ হাসিখুশি মুখেই পুরো বিষয়টিকে সামলে নেন বলিউড বাদশা। তবে শাহরুখকে সালমান বলে সম্বোধন করার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের একাংশে। সূত্র: ইন্টারনেট
এমটি নিউজ/আ শি/এএস