শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ১২:৫০:০৯

মিঠুন চক্রবর্তীর ছেলের বিতর্কীত অভিনেত্রীর সঙ্গে ছবি ভাইরাল

মিঠুন চক্রবর্তীর ছেলের বিতর্কীত অভিনেত্রীর সঙ্গে ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : বাবাকে এক ডাকে সকলেই চেনেন। কিন্তু তার নাম খুব একটা লোকের মুখে শোনা যায় না। নাম বদলেছেন। একাধিক সিনেমাতে অভিনয়ও করেছেন। কিন্তু সাফল্য তার অধরাই থেকে গেছে।

তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়। ফিল্মি ক্যারিয়ারে ততটা নাম না করতে পারলেও, সম্প্রতি তার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

গত ২৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলস থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মহাক্ষয়। ছবিতে তার সঙ্গে দেখা গিয়েছে বিতর্কীত ভিডিও চিত্রের তারকা কায়ডন ক্রস। দুজনেই যথেষ্ট ঘনিষ্ট ও কাছাকাছি ছিল ছবিতে।  

ক্যাপশনে মহাক্ষয় লিখেছেন,  'সেই মুহূর্ত, যখন সুন্দরী, নম্র কায়ডনের সঙ্গে দেখা গিয়েছিল। ' মিঠুন চক্রবর্তীর ছেলে বিতর্কীত ভিডিও তারকার সঙ্গে দেখা করেছেন, সময় কাটিয়েছেন- এই বিষয়টিই এখন ঝড় তুলেছে সর্বত্র।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ছবি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মিঠুনপুত্র। পাওয়া যায়নি তার কোন প্রতিক্রিয়াও। তবে রীতিমত লজ্জায় মুখে পড়তে হয়ে মিঠুনকে তা বোঝা যাচ্ছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে