শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৯:০৫:৪২

আইন হোক সবার জন্য সমান : ওমর সানী

 আইন হোক সবার জন্য সমান : ওমর সানী

বিনোদন ডেস্ক : গত বুধবার জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সিদ্ধান্ত অনুযায়ী শহরের সাতমাথায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ১৭টি অটোরিকশা আটকের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

পৌর মেয়র মাহবুবর রহমানের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ হালিমুন রাজীব।

এদিকে, শুক্রবার রাতে বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী এই নিয়ে তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি বরাবর তোলে ধরা হল:

    এই কান্না কোন রহিঙ্গা মুসলিম ভাই এর কান্না না।
    এটা আমাদের বাংলাদেশী এক ভাই এর অনেক কষ্টের কান্না।
    যানজট নিরসন করার জন্য বুলডোজার দিয়ে গুরিয়ে ফেলা হয়েছে তাদের অটোরিক্সা।
    যানজট কি শুধু রিক্সায় কারনে হয়?
    যানজটের জন্য বেশী দায়ী প্রাইভেট ও মাইক্রোবাস।
    একটা রিক্সার জন্য কতটুকু জায়গা লাগে রাস্তায় আর একটা প্রাইভেট এর জন্য তার তিনগুন জায়গা লাগে।
    একজন ধনির লোকের বাড়ীতে ৪জন মানুষ থাকলে ৪টা প্রাইভেট থাকে, তারা যখন রাস্তায় বের হয় প্রত্যেকে একটা করে গাড়ী নিয়ে রাস্তায় বের হয়। রাস্তা তো তারাই জ্যাম করে রাখে।
    দেখবেন হরতালে বা কোন ছুটির দিনে প্রাইভেট চলে না কিন্তু রিক্সা ঠিকই চলে।
    তখন তো রাস্তায় জ্যাম দেখা যায় না।
    এখন বিবেককে প্রশ্ন করুন রাস্তা জ্যামের জন্য বড় দায়ী কে?
    (আইন হোক সবার জন্য সমান)
    যানজট নিরসন হোক এটা আমরা সবাই চাই! কিন্তু কাউকে কাঁদিয়ে নয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে