শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ১২:১০:২৮

টাকার জন্য সালমানের সঙ্গে এই কাজটিও করতে পারেন শাহরুখ

টাকার জন্য সালমানের সঙ্গে এই কাজটিও করতে পারেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বড়পর্দার তারকাদের ইদানীং ছোটপর্দাতেই বেশি দেখা যাচ্ছে। একদিকে ‘বিগ বস’ সালমান খান, অন্যদিকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ নিয়ে হাজির অক্ষয় কুমার। শাহরুখ খানও ‘টেড টক’-এর ভারতীয় ভার্সন নিয়ে প্রত্যাবর্তন করলেন বলে।

কিন্তু কিং খানের নজর রয়েছে অন্যদিকেও। অন্য এক শোয়ের সঞ্চালনা করতে চান তিনি। তাও আবার নিজের সবচেয়ে ভাল বন্ধু সালমানের শোয়ের। হ্যাঁ, সুযোগ পেলে ‘বিগ বস’-এর মতো শোয়ের সঞ্চালক হতে কোনও আপত্তি নেই শাহরুখের। তবে পারিশ্রমিক অবশ্যই আকর্ষণীয় হতে হবে। টাকার জন্য সালমানের সঙ্গে এই কাজটিও করতে পারেন শাহরুখ!

সবে শুরু হয়েছে ‘বিগ বস’-এর একাদশতম মরশুম। এই নিয়ে আটটি মরশুমের সঞ্চালক সালমানই। সঞ্চালক হিসেবে সালমানের কদরও বেশ ভাল। সপ্তাহান্তে ভাইজান যখন টেলিভিশনের পর্দায় আসেন, চ্যানেলের টিরআরপি চড়চড়িয়ে উপরের দিকে উঠতে থাকে।

এর জন্য পারিশ্রমিকও বেশ ভালই নেন বড়পর্দার ‘সুলতান’। শোনা গিয়েছে প্রতি এপিসোডের জন্য ১১ কোটি টাকা পান তিনি। পর্দা ছোট হলেও এমন অঙ্কের টাকা অনেকের কাছেই আকর্ষণীয়। এই আকর্ষণ শাহরুখই বা এড়াবেন কেমনে?

সম্প্রতি ‘টেড টক’-এর লঞ্চ ইভেন্টে তাই মজার ছলে বোধহয় নিজের মনের ইচ্ছেটাই প্রকাশ করে ফেললেন কিং খান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, তিনি এখনও পর্যন্ত এমন কোনও শো সঞ্চালনা করেননি। যদি হাতে সময় থাকে এবং চাহিদা অনুযায়ী পারিশ্রমিক পান তাহলে ‘বিগ বস’-এর সঞ্চালনা করতেই পারেন।

এরপরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সালমানের জায়গা সত্যিই নিতে চান বলিউডের বাদশা? সালমান কি বন্ধুর জন্য নিজের জায়গা ছেড়ে দেবেন? নাকি ফের বলিউডের করণ-অর্জুনের মধ্যে নয়া কোন্দলের সূত্রপাত হতে চলেছে। -সংবাদ প্রতিদিন

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে