শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৭:১৪:২৯

ভালোবাসায় ‍‍‍‍‍কেটে গেল মোশাররফ-জুঁই দম্পতির তের বছর

ভালোবাসায় ‍‍‍‍‍কেটে গেল মোশাররফ-জুঁই দম্পতির তের বছর

কুদরত উল্লাহ: শরতের এক মধ্য দুপুরে মোবাইলে কথা হচ্ছিল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে। তাদের আজকে ১৩তম বিবাহ বার্ষিকী। আর আলোচনার ইস্যুও তাই। ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি। গত ১৩ বছর ধরে একসঙ্গে করছেন সংসার, আছে এক পুত্র সন্তানও। নিজেদের মধ্যে রয়েছে ভালো বোঝাপড়া।

জুঁই বলছিলেন, ‘আমরা এখন কুমিল্লাতে। সঙ্গে আছে একমাত্র পুত্র রায়ান।’ এত জায়গা থাকতে কুমিল্লাতে কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কুমিল্লায় নাট্যদলের শহীদুল সবুজ ভাইয়ের এলাকায় এসেছি। তের বছর তো হয়ে গেল? 'হুম! ভালো লাগছে, তাই এই দিনটায় আমি, তোমার ভাই (মোশাররফ করিম) আর রায়ানকে নিয়ে শহর থেকে একটু দূরে আসলাম। গতকালকে রাতেই বাসায় কেক কেটে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে। তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবা?’ বলে ফোন ধরিয়ে দিলেন মোশাররফ করিমকে। কথা চলছে, ভাই সারাদিন কী ওখানেই কাটাবেন? ‘হ্যাঁ, একটু শান্তির খোঁজে এসেছি।’ আর কোন পরিকল্পনা? ‘নাহ কোন পরিকল্পনা নেই। আমি, জুঁই আর রায়ান। আর কেউ নেই এখানে।’

ভালোবাসা প্রকাশের বিভিন্ন ধরন রয়েছে। মানব-মানবীর বয়সভেদেও রয়েছে বিভিন্ন রং। ভালোবাসার মাধ্যমে যেমন মরুর বুকে জল এনে ফুল ফোটানো সম্ভব। তেমনি এর কারণে নগরী ধ্বংস হওয়ার মতোও ইতিহাস রয়েছে। তারপরও কোনো রকমের হিসাব-নিকাশ ছাড়াই মানুষ ভালোবাসে। প্রেম যমুনায় সাঁতার কেটে ভালোলাগার অমিয় সুধা পান করে। ভালোবাসার এই মোহময় নেশায় আসক্ত হয়েছিলেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইও।

সেটা ২০০০ সালের ঘটনা। প্রথম দেখাতেই দুজনার দুজনকে ভালো লেগে যায়। এই ভালোলাগা ধীরে ধীরে ভালোবাসায় রূপ লাভ করে। অতঃপর তারা ঘর বেঁধে ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেন। ২০০৪ সালের ৭ অক্টোবর দীর্ঘ রঙিন প্রেমের যবনিকাপাত ঘটিয়ে মোশাররফ-জুঁই বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের সংসার জীবনের বয়স ১২ পেড়িয়ে ১৩ বছরে। এই ১৩ টি বছর কেটেছে রঙিন ভালোবাসায়। এর মধ্যে তাদের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। তার নাম রোবেন রায়ান করিম। তাদের এই ভালোবাসার সম্পর্ক টিকে থাকুক আজীবন। এমনটাই প্রত্যাশা করেন তাদের ভক্তরা।-প্রিয়.কম
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে