শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৯:৪৫:২৮

শুভর ‘ঢাকা অ্যাটাক’ এ প্রথম দিনেই হার মেনেছেন শাকিবের ‘শিকারী’

শুভর ‘ঢাকা অ্যাটাক’ এ প্রথম দিনেই হার মেনেছেন শাকিবের ‘শিকারী’

বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই ৪ কোটি টাকা গ্রস এবং ১ কোটি ৫ লাখ টাকা নীট সেল! ঢাকাই ছবির জন্য নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ এটা। বলছি ‘ঢাকা অ্যাটাক’ ছবির দুর্দান্ত সাফল্যের কথা। শুক্রবার (৬ অক্টোবর) মুক্তির দিনেই ছবিটি রেকর্ড গড়েছে।

অনেকের ধারণা, শুভর অ্যাটাকে প্রথম দিনেই হার মেনেছেন শাকিব! কারণ গেল বছর শাকিবের ‘শিকারী’ মুক্তি পেয়েছিল। ওই ছবিটির রেকর্ড ভাঙতে পারেনি এ পর্যন্ত কোনো ছবি। তবে শুভর অ্যাটাকে শাকিব হার মেনেছেন প্রথম দিনেই। ‘শিকারী’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ঢাকা অ্যাটাক’।

‘ঢাকা অ্যাটাক’ ছবির নির্মাতা দীপংকর দীপন বলেন, এটা ভীষণ ভালো খবর। ‘ঢাকা অ্যাটাক’-এর ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো, কাল (৬ অক্টোবর) সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকিট সেল হয়েছে। এটা গ্রস সেল। নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড।
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        তিনি আরও বলেছেন, বলাকা সিনেমা হলের ম্যানেজার জানিয়েছে, সাধারণত ২য় দিনে সেল পড়ে যায়। কিন্তু আজ (৭ অক্টোবর) আরো বেড়েছে। সকালে হাউজফুল যাচ্ছে বলাকা। এই কৃতিত্ব ঢাকা অ্যাটাক টিমের সবার। আর সবচেয়ে বেশি আপনাদের যারা কাল সিনেমা হলে থেকে বেরিয়ে আজ অন্যদের হলে এনেছেন। আমরা পারি। বাংলাদেশ পারে। এছাড়া মধুমিতা হলে সেল হয়েছে ১১৬৪২০ টাকা। সনিতে সেল হয়েছে ৮৫২৮০ টাকা। শ্যামলী সিনেমা আয় করেছে ৮৫৪৪৭ টাকা। টঙ্গীর চম্পা কলিতে সেল হয়েছে ১৫২২৪৬ টাকা। সাভারের সেনা অডিটরিয়ামে প্রথম দিনে আয় করেছে ১২১০৪২ টাকা। নারায়নগঞ্জের নিউ মেট্রোতে আয় করেছে ১০৫২৬০ টাকা। ময়মানসিংয়ের ছায়াবানী আয় করেছে ১৬৭৭৬২ টাকা। সিলেটের নন্দিতাতে আয় করেছে ১৪৭০৭৮ টাকা। যশোরের মনিহারে সেল হয়েছে ১৪৬৮১০ টাকা। চট্রগ্রামের আলমাস আয় করেছে ৮৮৮৫০ টাকা। রংপুরের শাপলা সিনেমা আয় করেছে ১১৫৫৩৬ টাকা। রাজশাহীর উপহার আয় করেছে ১৩৫৫২০ টাকা। জয়দেবপুরে চন্দনায় সেল হয়েছে ১১৯৩০০ টাকা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে