রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০৮:২৯:১৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ

 বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক : আজ রবিবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিমের ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। এ উপলক্ষে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ থেকে অভিনয় জীবন শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন।  

এই কালজয়ী নায়ক ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে