রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ১২:০৭:২৩

বুধবার শপথ নেবেন অভিনেত্রী নিপুণ

বুধবার শপথ নেবেন অভিনেত্রী নিপুণ

স্পোর্টস ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে বুধবার (১১ অক্টোবর) শপথ গ্রহণ করবেন চিত্রনায়িকা নিপুণ। ওইদিন এফডিসির শিল্পী সমিতির অফিসে শপথ পাঠ করানো হবে বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, বুধবার বিকেল ৪টায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন নিপুণকে। ওইদিন আরও কিছু চমক দেয়া হবে। সেটা এখনই বলতে চাই না।

গেল ৫ মে নির্বাচনে জয় লাভ করে মিশা-জায়েদ প্যানেল। অন্য প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমীও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে গেল ৩ জুলাই মাসে পদত্যাগ করেন মোসুমী।

তার পরিবর্তে শিল্পী সমিতির কমিটির সম্মতিক্রমে নিপুণকে সদস্য করা হয় গেল আগস্ট মাসে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবেই শপথ নেবেন নিপুণ।

গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ৩৪৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। মৌসুমী নির্বাচনে অংশ নিয়েছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে