রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ১২:৪৯:২৪

'ঢাকা অ্যাটাক' দেখে যা বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

 'ঢাকা অ্যাটাক' দেখে যা বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

বিনোদন ডেস্ক : 'ঢাকা অ্যাটাক' বাংলাদেশের একটি ব্যাতিক্রম ধর্মী চলচিত্র।  এটিই বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন নির্ভর থ্রিলার চলচ্চিত্র।  মুক্তির আগেই রাজধানীর স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্রটির প্রিমিয়ার শো।  পুলিশ অ্যাকশন নির্ভর থ্রিলার চলচ্চিত্রটির প্রিমিয়ারে গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমামসহ পুলিশের উর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা।

এবার এ তালিকায় যুক্ত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নাম।  তিনি শুধু সিনেমা দেখেছেন তাই নয়, ছবিটি দেখে মুগ্ধ হয়ে সবাইকে দেখার আহ্বান জানিয়েছেন।

সোশাল মিডিয়ায় পলক লিখেছেন, 'ঢাকা অ্যাটাক' অসাধারণ একটি চলচিত্র! প্রতিটি মুহূর্ত ছিল আকর্ষণীয়! গল্প, চরিত্র নির্বাচন, অভিনয়, সাউন্ড, প্রযুক্তির ব্যবহার, অ্যানিমেশন, সবই ছিল নিখুঁত! সবাইকে অনুরোধ করব একবার হলেও মুভিটি হলে গিয়ে দেখে আসুন।  বিশেষ করে তরুণদের দেখার জন্য অনুরোধ রইল।

তিনি আরো বলেন, আমাদের সামনে ৫২ বা ৭১ নেই, কিন্তু নিজেকে দেশের জন্য উৎসর্গ করার অনেক পথ আছে।  দেশকে, দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।  ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কিভাবে একজন তরুণ পুলিশ অফিসার নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তা প্রদানের জন্য দায়িত্ব পালন করে সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিত।

পলক যোগ করেন, ব্যক্তিগত বা পারিবারিক প্রেম-ভালোবাসার থেকে দেশপ্রেম যে সবার ওপর- সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিত।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে