রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০১:৩০:৫৬

মুশফিককে নিয়ে ভারতীয় গণমাধ্যমের এ কেমন নোংরামি?

মুশফিককে নিয়ে ভারতীয় গণমাধ্যমের এ কেমন নোংরামি?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতের মাথা ব্যথা অনেক আগ থেকেই। সেই সাথে ভারতীয় গণমাধ্যম গুলো সুযোগ পেলেই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে মেতে উঠে অশ্লীল নোংরামিতে। এগুলো ভারতীয়দের পুরনো অভ্যাস।

এবার ভারতীয় গণমাধ্যম অশ্লীল নোংরামিতে মেতে উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেষ্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে।

যদিও সময়টা ভালো যাচ্ছে না মুশফিকের। দক্ষিণ আফ্রিকা টেষ্ট ম্যাচ সিরিজে বিভিন্ন ভাবে সমালোচিত হচ্ছেন তিনি। মুশফিকের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ে কটুক্তি করে সংবাদ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম এবেলা।

মুশফিককে ছোট করে ‘মুশফিকুর ক্রিকেটটাই জানেন না, ঠাট্টা-রঙ্গ-রসিকতায় মাতলেন এবার ডুপ্লেসিসও’ এই শিরোনাম দিয়ে তারা একটি সংবাদ প্রকাশ করে।

এমটি নিউজের পাঠকদের জন্য এবেলার সেই সংবাদের বিস্তারিত তুলে ধরা হলো-

“বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর নাকি ক্রিকেট খেলাটাই বোঝেন না! দ্বিতীয় টেস্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডুপ্লেসিস যে চাঞ্চল্যকর উক্তি করেছিলেন, তা যেন সঠিক প্রমাণ করেই ব্লুমফন্টেন টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশি। স্রেফ অধিনায়কের ক্রিকেট প্রজ্ঞার অভাবে।

ঠিক কী বলেছিলেন প্রোটিয়াজ অধিনায়ক? টসে জিতেও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিকুর রহিম। তা দেখে অবাক হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকান শিবিরও।

পরে ডুপ্লেসিস বলে বসেন, ‘‘উইকেট চেনে না, এ কার বিরুদ্ধে খেলতে নামছি আমরা? এই ধরনের উইকেটে ১০ বারের মধ্যে ৯ বারই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে যে কেউ। এটা খুবই সাধারণ একটা উইকেট।’’

এক নামী ক্রিকেট ওয়েবসাইটের সাংবাদিকও আর সহ্য না করতে পেরে লিখে দেন, ‘‘মুশফিকুরকে বলব, আপনি যদি উইকেট চিনতে না পারেন, তাহলে সবচেয়ে ভালো হয় টসে হারা। তা হলে অন্তত ভুল সিদ্ধান্তের অভিযোগে বিদ্ধ হতে হবে না আপনাকে।’’

মুশফিকুর যে সত্যিই ক্রিকেট খেলা বোঝেন না সেটা যেন প্রমাণ করতেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার চার-চার ব্যাটসম্যান সেঞ্চুরি করে যান। প্রথম তিন ব্যাটসম্যান ডিন এলগার (১১৩), মারক্রাম (১৪৩), হাসিম আমলার (১৩২) পর শতরান করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস (১৩৫) নিজেও।

বাংলাদেশি বোলারদের করুণ অবস্থা দেখে শেষমেশ ৫৭৩/৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। মুশফিকুর নিজে প্রথম টেস্টে হারের পর বোলারদের দায়ী করেছিলেন। অথচ তিনি নিজেই ব্যাট হাতে ব্যর্থ। প্রথম টেস্টে রানের মুখ না দেখার পর দ্বিতীয় টেস্টেও মুশফিকুরের অবদান ৭। চা বিরতির পর বাংলাদেশ ধুঁকছে ৬৬/৬-এ।

প্রথম টেস্টেও টসে জেতার পর একই ভুল করেছিলেন মুশফিকুর। বিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে দেন তিনি। আর তার পর গোহারান হারতে হয় তাদের। দ্বিতীয় ইনিংসে ১১ জন মিলেও সেঞ্চুরি করতে পারেনি বাংলাদেশ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের হার কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই মুশফিকুরই টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জেতার আগেই আগাম সেলিব্রেশন করে মুখ পুড়িয়েছিলেন তাঁর দেশের। এ বার চলতি দক্ষিণ আফ্রিকা সফরে টস জিতে এমন দুটি সিদ্ধান্ত তিনি নিলেন, তাতে মুশফিকের ক্রিকেট বোধ-বুদ্ধি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।

আগের ম্যাচেও তিনি উইকেট চিনতে ভুল করেছিলেন। পচেফস্ট্রম টেস্টের পর তিনি নিজেই স্বীকার করলেন, ‘‘উইকেট চিনতে পারিনি।’’ আপাতত ডুপ্লেসিসির কটাক্ষ নিয়ে সরগরম সে দেশের ক্রিকেট মহল।”
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে