মোশারফের ‘লড়াই’ রওনকের সাথে
বিনোদন ডেস্ক : ঘর থেকে দৌড়ে উঠনের দিকে আসেন ছগির। উঠানের মাঝখানে আসেই বুকে হাত চাপড়াতে চাপড়াতেই মাটিতে লুটিয়ে পড়েন। একেবারে অচেতন অবস্থায় আছেন। দেখে মনে হয় এই মাত্রই তিনি মারা গেলেন। এই ঘটনা দেখে ছগিরের বড় বউ, ছোট বউ দৌড়ে আসেন। মেয়ে শাপলা, জবা কাঁদতে থাকেন আর প্রতিবেশিদের জটলা জমে উঠে। কিন্তু বাবা মারা যাওয়ার পরেও দুই ছেলের কোন সাড়া নেই। উল্টো পিন্টু-মিন্টুর ঝগড়া শুরু হয়। কে জানাবে শেষ বিদায়। পিন্টু আঙুল তোলে মিন্টুর দিকে আর মিন্টুর আঙুল পিন্টুর দিকে। কেউ বাবাকে গোরস্থ করতে রাজি নয়। শেষে দাফন-কাফন ছাড়াই বাবার লাশটাকে নদীতে ফেলে দেয়ার পরিকল্পনা করে। দুই ভাইয়ের ধারণা, এই সংসারে এত দিনের সব অশান্তির জন্য দায়ী তার বাবা। তাই পিতা হিসেবে ছগিরের মৃত্যুর পরও এই শাস্তিই প্রাপ্য।
একসময় বাবাকে নিয়ে গ্রাম্য রাস্তদিয়ে নদীর দিকে যাত্রা করে দুই ছেলে মিন্টু এবং পিন্টু। পিছন পিছন কেঁদে ফেরে কলমি, শাপলা ও জবা। কিন্তু পাষান দুই ভাইয়ের মন তাতেও গলছে না। শেষ পর্যন্ত ছগির যখন উঠে বসলো তখন দুই ছেলে পিন্টু মিন্টু পালিয়ে বাঁচলো। এভাবেই শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘লড়াই। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ আর পরিচালনা করেছেন আল হাজেন।
নাটকে ছগির চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী। তার দুই বউ। একজন ওয়াহিদা মল্লিক বাকিজন চিত্রলেখা গুহ। একই পরিবারের দুই শাখায় ছগিরের ছেলে মেয়ের সংখ্যা নয়টি। তার দুই ছেলের চরিত্রে কাজ করছেন মোশাররফ করিম ও রওনক হাসান। ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে রিচি এবার গ্রামের এক প্রভাবশালী নারীর চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের গল্পে দেখা যায়, নাদিয়ার বাবা গুনিন মহসীন (আহনাসুল হক মিনু) আর জুঁই করিমের বাবা রমিজেল (মাহমুদুল ইসলাম মিঠু-বড়দা মিঠু) এর সঙ্গে ছগিরের ঝামেলা চরমে পৌছায়। অন্যদিকে গ্রামে বেড়াতে আসা দুই জামাই ডা. এজাজ এবং আরফান আহমেদ সুবিধা আদায় করার চেষ্টায় ব্যস্ত। এমন নানা ঘটনায় এগিয়ে চলে লড়াই এর গল্প।
নাট্যকার মুহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, নাটকতে অন্তত ৫০টি চরিত্র নিয়ে আমরা কাজ করছি। সবগুলো চরিত্রের নিজস্বতা রয়েছে। এতগুলো চরিত্রের সমন্বয় করা একটি কঠিন কাজ। এরপরও আমরা দর্শকদের কথা মাথায় রেখে অভিনয় শিল্পিদের সংখ্যা বৃদ্ধি করার চিন্তা করছি। সাধারণত এমনটা অন্য নাটকে হয় না।’
পরিচালক আল হাজেন জানালেন, নাটকটিতে মোশাররফ করিম-জুই করিম দম্পতিকে ভিন্নভাবে আবিস্কার করবেন দর্শক। দর্শক নন্দিত দীর্ঘ ধারাবাহিক অলসপুর এর মধ্য দিয়ে মামুন-হাজেন জুটি পরিচিতি পায়। এরপর মামুন এবং হাজেন একসঙ্গে কাজ করেছেন ‘পাথরের কান্না’, ‘চাঁন্দের গাড়ি’ ধারাবাহিকে। চাঁন্দের গাড়ি ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচারের অপেক্ষায় রয়েছে। মামুন-হাজেনের ৪র্থ দীর্ঘ ধারাবাহিক ‘লড়াই’। আগামী ১৪ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার শুরু হবে। প্রতি বৃহস্পতি-শুক্র এবং শনি এই সময়ে নাটকটি প্রচার হবে।
লড়াই’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, মোশারফ করিম, রওনক হাসান, ওয়াহিদা মল্লিক জলি, বউ চিত্রলেখা গুহ, জুঁই করিম, রিচি সোলায়মান নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু।
৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�