রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০৯:৩৯:৫৭

১৫ বছর পর এটিএম শামসুজ্জামান

১৫ বছর পর এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যাননি এটিএম শামসুজ্জামান। এ তথ্যটি জেনে অনেকেই অবাক হতে পারেন! কিন্তু এটাই সত্য। এটিএম শামসুজ্জামান বলেন, নানান কারণেই যাওয়া হয়নি। এফডিসিতেই তো কাজ ছাড়া আসা হয় না।

আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের শুটিংয়ে যোগ দিতে গতকাল শনিবার (৭ অক্টোবর) এফডিসি গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান।  এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই গুণী শিল্পীকে নিয়ে যান শিল্পী সমিতির কার্যালয়ে।

জায়েদ খান জানান, শিল্পী সমিতির অফিসের পরিবেশ দেখে এটিএম শামসুজ্জামান মুগ্ধ হয়েছেন, প্রশংসা করেছেন। সংগঠনটির পক্ষে আরো ভালো কাজ দেখবেন, এমন প্রত্যাশা তার। একই সন্ধ্যায় সেখানে হাজির হন নায়ক ফারুক ও আলমগীর।

জানা গেছে, এফডিসি’র প্রতি কিছুটা অভিমান রয়েছে এই অভিনেতার। বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এটিএম শামসুজ্জামান বলেন, এফডিসি তো কাজের জায়গা। কাজ না থাকলে খুব বেশি সেখানে যাওয়া হয় না। শুটিংয়ে গিয়েছিলাম, জায়েদ এসে শিল্পী সমিতির অফিসে নিয়ে গেলো।

তিনি আরো বলেন, কাজের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি সত্যিকারের শিল্পীদের পাশে দাঁড়াবে এবং দেশের চলচ্চিত্রের জন্য কাজ করবে- এটাই প্রত্যাশা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে