রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ১০:০৮:১০

জয়া আহসান: হয়তো অনেকেরই তা জানা....

জয়া আহসান: হয়তো অনেকেরই তা জানা....

বিনোদন ডেস্ক: ভাওয়াল সন্ন্যাসী একটা গল্প রয়েছে। হয়তো অনেকেরই তা জানা। রঙীন জীবন ছিল ভাওয়ালের জমিদারের।  কিন্তু বিশেষ এক অসুখের কারণে মাত্র ২৫ বছর বযসে তাকে প্রাণ হারাতে হয়। তার মৃত্যু হলে সকল সৎকার কাজ সম্পন্ন করা হয়। তবে মৃত্যুর ঠিক ১২ বছর তিনি পুনঃরায় ফিরেন আসলে সম্পত্তি নিয়ে সবার সাথে দ্বন্দের শুরু হয়।  টানা ১৬ বছর মামলা চলে।

সেই ঐতিহাসিক ভাওয়াল সন্নাসী গল্পের মামলা নিয়েই এবার ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি সিনেমা নির্মাণ করবেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ভাস্বতী ঘোষ ও এটি নির্মাণ করা হবে এসভিএস ফিল্মস এর ব্যানারে।  ছবির মূল চরিত্রে থাকবেন রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় যিশু সেনগুপ্ত ও বোনের চরিত্রে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  জয়ার "রাজকাহিনী"র পরে এই ছবিটি সৃজিতের সাথে দ্বিতীয় ছবি হতে যাচ্ছে।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে