সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ০৪:৩৩:০৬

বাহুবলির পর এবার উত্তেজনার পারদ ছড়ালো ‘পদ্মাবতী’র ট্রেলার

বাহুবলির পর এবার উত্তেজনার পারদ ছড়ালো ‘পদ্মাবতী’র ট্রেলার

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান। নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’। বাহুবলির পর প্রথম ঝলকই বাড়িয়ে দিল উত্তেজনার পারদ। নাটকীয়তার চরমসীমায় পৌঁছাল রাজপুতানার এই কাহিনি।

একদিকে রানি পদ্মাবতী, অন্যদিকে মহারাওয়াল রতন সিং নজর কাড়তে বাধ্য। দু’জনকেই জোর টক্কর দিয়েছেন আলাউদ্দিন খিলজি। দীপিকা-শাহিদ-রণবীর প্রত্যেকেই এবছরের সেরা পারফরম্যান্স বোধহয় এই ছবিতেই দিতে চলেছেন।

ঘোষণা আগে থেকেই হয়েছিল। সোমবার দুপুর ১.০৩-এই মুক্তি পাবে ‘পদ্মাবতী’র ট্রেলার। কিন্তু কেন এই বিচিত্র সময় বাছা হয়েছে? এই প্রশ্নই উঠেছিল বিভিন্ন মহলে। জানা গিয়েছে ১৩০৩ খ্রীষ্টাব্দেই প্রথম আলাউদ্দিন খিলজি ও মহারাওয়াল রতন সিংয়ের দেখা হয়েছিল। সে কারণেই এই সময়কেই ট্রেলার প্রকাশের জন্য বেছেছেন পরিচালক সঞ্জয়।

থরে থরে সেনা সাজানো। ঘোড়ায় চড়ে সাম্রাজ্যে এসে পৌঁছালেন রাজা মহারাওল রতন সিং। তারই মাঝে দেখা মিললো রানি পদ্মিনীর, মুগ্ধ করল তার স্বর্গীয় সৌন্দ‌র্য। রানির সঙ্গে রাজা মহারাওল রতন সিং এর মুখোমুখি দেখা, ঘনিষ্ঠতা বুঝিয়ে দিল তাদের সম্পর্কের গভীরতা। তারপর ধীরে ধীরে পরিচয় হল গোটা চিতোর সাম্রাজ্যেরই। ঠিক তখনই সামনে এলেন আলাউদ্দিন খিলজি। প্রথম দর্শনেই তার হিংস্রতা স্পষ্ট। ভয়ানক কঠিন একটা রূপ।

তবে তার হিংস্রতাকে টেক্কা দিল রাজা মহারাওল রতন সিং-এর ডায়ালগ... '‍'‍চিন্তা কো তলওবার কী নখ পর রাখে বো রাজপুত, রীত কী নাও লেকর সমন্দর সে শর্ত লাগায়ে বো রাজপুত, জিসকা সর কাটে ফিরভি ধর দুশমন সে লড়তা রহে ও রাজপুত।'‍'‍----রাজা মহারাওল রতন সিং এর এই ডায়লগে স্পষ্ট করে দেয়, তিনি রাজপুতদের বীরত্ব, তেজ, সাহস ও আত্মসম্মান বোধ ও শক্তির প্রতীক।

পাশাপাশি রাজপুত পুরুষদের থেকে রাজপুত মহিলাদের আত্মসম্মান বোধ, সাহসিকতাও ‌যে কোনও অংশ কম ‌নয় তারই প্রমাণ রাখল রানি পদ্মিনীর ডায়ালগ, তার মুখে শোনা গেল '‍'‍রাজপুতি কঙ্গন মে উতনিহী তাকাত ‌হ্যায়, ‌যিতনি রাজপুতী তলওবার মে হ্যায়।'‍'‍

এমনিতেই বহু বাধা বিপত্তি পেরিয়ে শেষ হয়েছে সঞ্জয়ের এই ছবির কাজ। রাজপুত  ইতিহাস এভাবে পর্দায় উঠে আসা মেনে নেয়নি রাজস্থানের কর্ণি সেনা। যার জেরে মরু শহরে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন সঞ্জয়। পরে ছবি নির্মাতাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, এই কাহিনিতে ইতিহাসকে কোনওভাবে বিকৃত করার চেষ্টা করা হয়নি। কিন্তু এরপরও যে কর্ণি সেনার মন গলেনি।

দীপিকার পোস্টার রিলিজের পর তা পোড়ানো হয়েছিল। মহারাষ্ট্রেও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যহত হয়েছে শুটিং। একাধিকবার চোট পেয়েছেন শাহিদ-রণবীর। এরপরও নিজের ড্রিম প্রজেক্টের শুটিং চালিয়ে গিয়েছেন সঞ্জয়। ফল এতদিনে প্রকাশ্যে এল। আর দর্শকদের উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বেড়ে গেল। এবার অপেক্ষায় পয়লা ডিসেম্বরের।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে