শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১১:৫২:১৮

মারা গেলেন ভারতী বাংলার পরিচালক বাপ্পাদিত্য

মারা গেলেন ভারতী বাংলার পরিচালক বাপ্পাদিত্য

বিনোদন ডেস্ক : মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন চিত্র পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। বুকে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার থেকেই ভেন্টিলেশনে ছিলেন বাপ্পাদিত্য। এ দিন তার অবস্থার অবনতি হয়। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি। কাগজের বউ, নায়িকা সংবাদ, কাঁটাতার, দেবকী (হিন্দি), এলার চার অধ্যায় একের পর এক সিনেমায় তুলে ধরেছিলেন তার চলচ্চিত্র ভাবনা। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতী বাংলা সিনেমা পাড়া। কাগজের বউ ও এলার চার অধ্যায় ছবির নায়িকা পাওলি দাম বলেন, “বাপ্পাদিত্যর কাছ থেকে অনেক কিছু শিখেছি। নতুন শিল্পীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ভাল পরিচালক তো ছিলেনই, অসম্ভব ভাল মানুষও ছিলেন বাপ্পাদা।” বিশ্ব সিনেমার সম্পর্কেও পরিচালকের অগাধ উৎসাহ ছিল বলে জানিয়েছেন পাওলি। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে