সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ০৬:৫২:২৩

এবার সেই সুযোগ এলো- নিজের পাড়াতে ফুল ছিটিয়ে বরণ করা হলো মিমিকে

এবার সেই সুযোগ এলো- নিজের পাড়াতে ফুল ছিটিয়ে বরণ করা হলো মিমিকে

বিনোদন ডেস্ক: এখন ঠিকানা কলকাতা। আসল বাড়ি জলপাইগুড়ি। প্রতিবারই জমজমাট করে কালীপূজা হয় মিমির পাড়ায়। ব্যস্ত থাকেন। সেভাবে যাওয়া হয় না আর। কথাও বলতে পারেন না প্রতিবেশীদের সঙ্গে। এবার সেই সুযোগ এলো। যোগ দিলেন কালি পূজার খুঁটিপুজোয়।

কিন্তু, নিজের পাড়াতেই যেন অতিথি হয়ে গেলেন মিমি। ফুলের তোড়া, পুস্প বৃষ্টি, শঙ্খ বাজিয়ে বরণ করে নেওয়া হল অভিনেত্রীকে। দেখে বোঝার উপায় নেই এপাড়াতেই তাঁর বাড়ি।
এখানেই পড়াশোনা। এই পাড়াতেই আর পাঁচজনের মতো বড় হয়েছেন। মিমিকে অতিথির মতো বরণ করে নিতে দেখে টিপ্পনিও কাটলেন কেউ কেউ।

বললেন, যতই হোক সেলিব্রিটি বলে কথা। মানুষ এখন পর্দায় ওঁকে দেখে। হোক না পাড়ার মেয়ে। ফুলের তোড়া, শঙ্খ বাজাতে হবে না? মিমিকেও দেখাল বেশ জড়সড়। বাউন্সার নিয়ে পাড়ায় প্রবেশ করলেন। ঘেরাটোপের মধ্যেই থাকলেন। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে কথাবার্তা বলতে বা কুশল বিনিময় করতে দেখা গেল না।
রোববার এমনিতেই ছুটির দিন। তারপর আবার মিমি আসছে শুনে জলপাইগুড়ির পাণ্ডা পাড়া কালী মন্দির এলাকায় ভিড় ভালোই হয়েছিল। পাড়ার নবীন সংঘ ও পাঠাগার কালীপূজার খুঁটি পুজোয় আসবেন বলেওছিলেন মিমি। যা প্রচার পেতে সময় লাগেনি। লোকজন ভরে গেছিল গোটা এলাকায়। মিমি এলেনও সময় মতো। পরনে ছিল গোলাপি রঙের জামা।

আসা মাত্র তাঁকে ঘিরে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। মিমি দিদি মিমি দিদি বলে কেউ কাছে ঘেঁষতে চাইল, কেউ আবার ফোন বের করে সেলফি তুলতে চাইল। হামলে পড়ল অটোগ্রাফ শিকারীরাও। ততক্ষণে মিমিকে ঘিরে ফেলেছে তাঁর বাউন্সার ও পাড়ার ছেলেরা। সেলফি, অটোগ্রাফের আবদার শুনতে শুনতে মিমি হেঁটে গেলেন মূল জায়গায়। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হল ঢাকের কাঠি। তা হাতে নিয়ে ঢাকে ছোঁয়ালেন। তারপর হাতে মাইক নিয়ে বললেন, তিনি এখানকার কালীপূজা খুব মিস করেন। সবাইকে শুভেচ্ছা। আর দাঁড়ালেন না।   চলে গেলেন সেখান থেকে।

তবে মিমি চলে গেলেও থামছে না তাঁকে নিয়ে আলোচনা। মিমির জামা, বাউন্সার, গায়ের রঙ, হাঁটাচলা,  কথা বলার ভঙ্গি এসব নিয়ে কথাবার্তা চলতে থাকল পাড়ায়। যারা মিমির সঙ্গে সেলফি তুলবে ভেবে এসেছিল তারা একটু হতাশ হলো। একই দশা অটোগ্রাফ শিকারীদের। তবে হতাশ হলেও ভেঙে পড়ল না সবাই। ওই যে সান্ত্বনা, “আসছে বছর আবার হবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে