মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭, ১১:২৭:৪৪

আমির পালন করলেন প্রাক্তন স্ত্রী রীনা দত্তর ৫০তম জন্মদিন!

আমির পালন করলেন প্রাক্তন স্ত্রী রীনা দত্তর ৫০তম জন্মদিন!

বিনোদন ডেস্ক : সিক্রেট সুপারস্টারের মুক্তি সামনেই। পাশাপাশি পুরোদমে চলছে ঠগস অফ হিন্দোস্তানের কাজ। এরই মধ্যে আমির খান পালন করলেন প্রাক্তন স্ত্রী রীনা দত্তর জন্মদিন।

গতকাল ৫০-এ পা দিয়েছেন আমিরের প্রথম স্ত্রী। অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওয় দেখা যাচ্ছে, উপস্থিত আমিরের বর্তমান স্ত্রী কিরণ রাও। রীনা কেক কাটছেন, আমির খুলছেন শ্যাম্পেনের বোতল। রয়েছে আমির ও রীনার দুই সন্তান ইরা ও জুনেদও।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে