বিনোদন ডেস্ক : বহুদিন ধরেই কঙ্গনা রানাওয়াত ও হৃতিক রোশনকে ঘিরে বিতর্কের শেষ নেই| রোজই ওরা একে অপরের বিরুদ্ধে নতুন অভিযোগ আনছেন| কিন্তু এর মাঝেই ভেঙে পড়লেন হৃতিক, সইতে না পেরে কেঁদে ফেললেন হৃত্বিক রোশন।
সম্প্রতি একটি সাক্ষত্কারে হৃত্বিক জানিয়েছেন আমুল কোমম্পানির একটা পোস্টার দেখে কেঁদে ফেলেন উনি| আমরা জানি আমুল বিভিন্ন প্রাসঙ্গিক ঘটনা নিয়ে পোস্টার বানাতে ভালোবাসে| তাই ওরা বাদ দেয়নি হৃতিক-কঙ্গনা বিতর্কও|
সম্প্রতি একটা টিভি চ্যানেলের সাক্ষাত্কারে এই ব্যাপারে কথা বলতে গিয়ে হৃতিক বলেন ' আমুল-এর বড় পোস্টারটা দেখে আমার চোখে জল চলে আসে| ওরা আমার ব্রান্ড কৃশ, যাকে আমি আমার সন্তানের মতই ভালোবাসি তাকে নিয়ে ব্যঙ্গ করেছে| আমার ব্র্যান্ড ইমেজের ক্ষতি হয়েছে| পোস্টারে দেখা যাচ্ছে কৃশ চিজ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে| ওই দিন আমি বুঝতে পারি কতটা ক্ষতি হয়েছে আমার|'
উনি যোগ করেন ' আমার প্রথম ছবি 'কহো না প্যায়ার হ্যায়' মুক্তি পাওয়ার পর ওই আমিল আমাকে কিংবদন্তি বলেছিল| আমাকে নিয়ে পোস্টার বানিয়েছিল| আর আজ ওরাই এমনটা করলো| আমি পুরো জার্নিটার সাক্ষী রইলাম|
আমি নিজেকে বললাম 'আমাকে নিজেকে দুটো পরিস্থিতি থেকে বিছিন্ন করতে হবে| আমাকে নিজেই আমার পরিচিতি খুঁজতে হবে| আর আমাকে নিজেকে বুলেট প্রুফ বানাতে হবে| যাতে বাইরের পৃথিবী আমার সম্পর্কে কী ভাবলো তাই নিয়ে আমায় মাথা ঘামাতে না হয়| অন্যরা আমাদের সম্পর্কে কী বললো আমরা সেই হিসেবেই নিজেদের পরিচিতি তৈরি করি| আমাদের এইভাবেই বড় করা হয়| আমার খুব শিক্ষা হয়েছে|'
এমটিনিউজ/এসএস