বিনোদন ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দেখা গেল চিত্রনায়ক নিরবকে। আজ সকালে সেখানের বালুখালি ক্যাম্প পরিদর্শনে যান নিরব।
এ সময় নিরবের সাথে ছিলেন একজন সানাউল হক বাবু নামের একজন ব্যবসায়ী।
নিয়মিত ত্রাণ দেওয়ার অংশ হিসেবে এই যাত্রা হলেও এবারে নিরব তাঁদের দলে যোগ দেন। এরপর বিকেল পর্যন্ত নিরব রোহিঙ্গা পরিবারগুলোর সাথে সময় কাটান। নিজ হাতে বিতরণ করছেন ত্রাণ।
নিরব রোহিঙ্গাদের অবস্থা বর্ণনা করে বলেন, এখানে একেকজনের জীবনের কাহিনি খুবই করুণ। গতকালই এক লাখের মতো রোহিঙ্গা ঢুকেছে শুনলাম। এক বাবা তাঁর শিশুকে কোলে নিয়ে আসছিলেন।
পথে সেই শিশু মারা গেলে তাকে রেখেই ফিরতে হয়। এমন অজস্র করুণ কাহিনি রোহিঙ্গা ক্যাম্পে। নিরব কালের কণ্ঠকে বলেন, আমি সানাউল হক বাবু ভাইয়ের (সিআইপি) সাথে আসছি ক্যাম্পে। ঘুরে বেড়াচ্ছি। তাঁদের জীবন দেখছি। কাছ থেকে না দেখলে তাঁদের জীবন উপলব্ধি করা সম্ভব নয়। এদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে প্রচুর সাহায্য ও টাকা প্রয়োজন। নিরব এ সময় দেশের সকল সামর্থবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
নিরব যে দলের সাথে গেছেন। তাঁদের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। কিন্তু এতো এতো শরণার্থীদের এসব সহায়তা অপ্রতুল।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস