সাইমনকে পারশ্রমিক না দেয়ার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে
বিনোদন ডেস্ক : পরিচালক দ্বারা প্রতারণার শিকার হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি দাবী করেছেন, বছর কেটে গেলেও পারিশ্রমিকের পুরো টাকা দেননি নির্মাতা মিজানুর রাহমান শামীম।
সাইমন এমন দাবী করেছেন একটি নিউজ পোর্টালকে। তিনি আরো জানিয়েছেন, তাকে দিয়ে ওই পরিচালক ‘ধ্বংস মানব’ ছবির ডাবিংও করাননি।
২০১৪ সালের মার্চে সিনেমাটির শুটিং শুরু করে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলে এ সিনেমার বিভিন্ন অংশের শুটিং। এরপরও থেকে যায় সাইমন সাদিকের কিছু দৃশ্যের কাজ। সে সব দৃশ্যের শুটিং না করেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় চলচ্চিত্রটি।
সাইমন বলেন, ‘ধ্বংস মানব সিনেমায় আমার অংশের ডাবিং আমাকে দিয়ে করানো হয়নি। আমার অনুমতি ব্যতীত অন্যজনকে দিয়ে ডাবিং করানো হয়েছে। আমি আমার অভিনীত সব সিনেমার ডাবিং নিজেই করেছি। কিন্তু এ সিনেমায় কেন আমাকে দিয়ে ডাবিং করানো হলো না সে বিষয়েও কিছু জানাননি সিনেমা সংশ্লিষ্টরা। এটা আমার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর বলে মনে করছি।’
তিনি আরো বলেন, ‘এ সিনেমার চুক্তিপত্রে আমাকে যে পারিশ্রমিক দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। তাদের কাছে এখনও আমি ১ লাখ টাকা পাব।’
এ সিনেমার নায়কের চরিত্রে শুধু সাইমনের কাজ করার কথা ছিল কিন্তু শুটিংয়ের সময় তা করানো হয়নি বলেও অভিযোগ করেন সাইমন।
এ বিষয়ে পরিচালক মিজানুর রাহমান শামীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা না বলে প্রযোজক হিমেলকে কথা বলতে বলেন। কেন সাইমনকে দিয়ে ডাবিং করানো হয়নি এমন প্রশ্নের উত্তরে হিমেল বলেন, ‘এ সিনেমায় সাইমনের চরিত্র এডিশনাল এসপি। এতে ভরাট কণ্ঠের প্রয়োজন ছিল। সাইমনের কণ্ঠ ভরাট না। তাই অন্যজনকে দিয়ে ডাবিং করানো হয়েছে।’
পারিশ্রমিকের ১ লাখ টাকা প্রসঙ্গে হিমেল বলেন, ‘আজ (৭ নভেম্বর) সাইমনের সঙ্গে আমার কথা হয়েছে। আমি সাইমনকে বলেছি সিনেমা মুক্তির আগের দিন সব টাকা দিয়ে দিব।’
ধ্বংস মানব সিনেমাটি আপনি (হিমেল) প্রযোজনা না করেও কেন এ সিনেমা প্রসঙ্গে কথা বলছেন এমন প্রশ্নের জবাবে হিমেল বলেন, ‘সিনেমাটি আমি প্রযোজনা করিনি কিন্তু ব্যবসায়িকভাবে এর সঙ্গে জড়িত।’
এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করেছেন ঈতিশা। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- রুবেল, আলেকজান্ডার বোসহ অনেকে। সূত্র: রাইজিংবিডি
৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�