রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ১০:২১:১০

মোশারফের সাথে রওনকের লড়াই

মোশারফের সাথে রওনকের লড়াই

বিনোদন ডেস্ক : পান থেকে চুন খসার মতো কিছু হলেই ঝগড়া বাধিয়ে বাড়ি মাথায় তোলেন পিন্টু ও মিন্টু। তারা দুই ভাই হলেও তাদের মধ্যে কিন্তু দা-কুমড়া সম্পর্ক। এমনকি যেদিন তাদের বাবা ছগির মারা গেল, সেদিন বাবাকে গোরস্থ করা নিয়ে দুজনের মধ্যে তর্ক বাধে। কে জানাবে শেষ বিদায়। পিন্টু আঙুল তোলে মিন্টুর দিকে আর মিন্টুর আঙুল পিন্টুর দিকে। কেউ বাবাকে গোরস্থ করতে রাজি নয়। শেষে দাফন-কাফন ছাড়াই বাবার লাশটাকে নদীতে ফেলে দেয়ার পরিকল্পনা করে! দুই ভাইয়ের ধারণা, এই সংসারে এত দিনের সব অশান্তির জন্য দায়ী তার বাবা। তাই পিতা হিসেবে ছগিরের মৃত্যুর পরও এই শাস্তিই প্রাপ্য। একসময় বাবাকে নিয়ে নদীর দিকে যাত্রা করে দুই ছেলে মিন্টু এবং পিন্টু। হঠাৎই তার বাবা উঠে বসে পড়ে! পিন্টু, মিন্টু তখন কোন মতে পালিয়ে বাঁচলো। এভাবেই শুরু হলো ধারাবাহিক নাটক ‘লড়াই’-এর গল্প। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ আর পরিচালনা করেছেন আল হাজেন। নাটকে ছগির চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী। তার দুই বউ। একজন ওয়াহিদা মল্লিক বাকিজন চিত্রলেখা গুহ। একই পরিবারের দুই শাখায় ছগিরের ছেলে মেয়ের সংখ্যা নয়টি। তার দুই ছেলের চরিত্রে কাজ করছেন মোশাররফ করিম ও রওনক হাসান। ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে রিচি এবার গ্রামের এক প্রভাবশালী নারীর চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক আল হাজেন জানালেন, নাটকটিতে মোশাররফ করিম-জুই করিম দম্পতিকে ভিন্নভাবে আবিস্কার করবেন দর্শক। এছাড়া রিচি সোলায়মান, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্র লেখা গুহ, নাদিয়াসহ অন্য যারা কাজ করেছেন তারা অসাধারণ অভিনয় করেছেন।’ ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে